শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ন্যাচারাল মেডিসিন ডিভিশনকে আলাদা করবে ইবনে সিনা


Published: 2022-05-30 21:07:39 BdST, Updated: 2024-04-20 01:56:55 BdST

নিজস্ব প্রতিবেদক: আরও ভালোমানের ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক ওষুধ উৎপাদন ও ব্যবসা পরিচালনাকে সহজতর করার উদ্দেশ্যে ন্যাচারাল মেডিসিন ডিভিশনকে আলাদা করার সিদ্ধান্ত নিয়েছে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্যমতে, পুঁজিবাজারে তালিকাভুক্ত দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেডের ৯৯.৯৯ শতাংশ মালিকানাধীন প্রতিষ্ঠান হচ্ছে দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড। ইবনে সিনা ফার্মার সহযোগী এই কোম্পানিটি প্রাকৃতিক ওষুধ উৎপাদন এবং তৎসংশ্লিষ্ট ব্যবসা পরিচালনা করে। তবে ন্যাচারাল মেডিসিন ডিভিশনের ব্যবসা আরও সহজতর করার উদ্দেশ্যে ওই ইউনিটকে অর্থাৎ দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডকে সম্পূর্ণ আলাদাভাবে পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে  দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালনা পর্ষদ। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির সম্পদ ও দায়দেনা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। নিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি আগামী বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ্য, ওষুধ ও রসায়ন খাতের ‘এ’ ক্যাটেগরির দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেড ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩১ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানিটির মোট তিন কোটি ১২ লাখ ৪৩ হাজার ৬২৭টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৪৪ দশমিক ৬৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক ২৩ দশমিক ৭৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৩১ দশমিক ৫৭ শতাংশ শেয়ার।

৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাববছরের জন্য ৪৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ওষুধ ও রসায়ন খাতের এই কোম্পানিটি। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৬৬ পয়সা এবং ৩০ জুন ২০২১ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৮ টাকা ৬৯ পয়সা। আর ওই সময়ে শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছে ১৭ টাকা ৬৭ পয়সা। এর আগে ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য সাড়ে ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১২ টাকা ৫৬ পয়সা এবং ৩০ জুন ২০২০ তারিখে শেয়ার প্রতি এনএভি দাঁড়িয়েছে ৫৬ টাকা ৮৮ পয়সা।

 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।