শেয়ারবাজার কেলেঙ্কারির অভিযোগে সাকিবের বিরুদ্ধে দুদকে আবেদন
Published: 2024-08-28 19:26:42 BdST, Updated: 2024-11-04 00:41:57 BdST
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ারবাজার কেলেঙ্কারিসহ ছয় অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। বুধবার (২৮ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী এ আবেদন করেন।
এ আবেদন আনুযায়ী, সাকিব আল হাসানের বিরুদ্ধে আবেদনে তিনি শেয়ারবাজার কেলেঙ্কারি, নিষিদ্ধ জুয়ার ব্যবসা ও জুয়ার প্রতিষ্ঠানে সম্পৃক্ততা, স্বর্ণ চোরাচালানে সম্পৃক্ততা, প্রতারণার মাধ্যমে কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, ক্রিকেট খেলায় দুর্নীতি ও নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনেন এই আইনজীবী। এর আগে ঢাকার আদাবর থানায় পোশাককর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবসহ প্রায় শতাধিক ব্যক্তিকে সে মামলায় আসামি করা হয়েছে। বর্তমানে সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে পাকিস্তানে অবস্থান করছেন।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।