বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দর বৃদ্ধির শীর্ষে বিচ হ্যাচারি


Published: 2023-04-10 21:02:44 BdST, Updated: 2024-04-25 11:45:24 BdST


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কর্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া ৩১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টির শেয়ার ও ইউনিট দর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে বিচ হ্যাচারি লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, সোমবার (১০ এপ্রিল) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।

টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের ৬ দশমিক ৮৯ শতাংশ শেয়ারপ্রতি দর বেড়েছে। আর ৬ দশমিক ৫৭ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সমতা লেদার, বিডি থাই ফুড, সিনোবাংলা, স্ট্যান্ডার্ড সিরামিকস, আরডি ফুড, ওরিয়ন ইনফিউশন এবং জেমিনি সি ফুড লিমিটেড।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৮টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯০টির।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।