শনিবার, ১২ অক্টোবার, ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

ইউসিবি উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন


Published: 2023-09-13 17:51:33 BdST, Updated: 2024-10-12 14:51:23 BdST


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি এর একজন উদ্যোক্তা হাজী আবুল কালাম পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি এর উদ্যোক্তা হাজী আবুল কালাম। তিনি কোম্পানিটির ১ কোটি ১৫ লাখ শেয়ার তার ছেলে মোহাম্মদ নাসিম কামালের কাছে হস্তান্তর সম্পন্ন করেছেন।

এর আগে গত ১১ সেপ্টেম্বর তিনি শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন। ঘোষণায় তিনি জানান, তার হাতে থাকা কোম্পানির মোট ২ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার ৪৭টি শেয়ারের মধ্যে ১ কোটি ১৫ লাখ শেয়ার তার ছেলে মোহাম্মদ নাসিম কামালের (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) কাছে হস্তান্তর করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে, উপহারের মাধ্যমে স্থানান্তর করেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।