রবিবার, ৮ সেপ্টেম্বার, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

শেয়ার বিক্রি করবে শাহজালাল ইসলামী ব্যাংকের দুই উদ্যোক্তা


Published: 2023-10-03 12:13:49 BdST, Updated: 2024-09-08 07:30:23 BdST


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংকের দুই উদ্যোক্তা কোম্পানি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। কোম্পানি দুটি হলো- ফকির নিটওয়্যার এবং জামান এগ্রো ফিশারিজ লিমিটেড। মঙ্গলবার (৩ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, ব্যাংকটির করপোরেট পরিচালক ফকির নিটওয়্যারের হাতে কোম্পানিটির ৪ কোটি ৫ লাখ ৮৮ হাজার ৬৭টি শেয়ার আছে। এর মধ্যে ৭২ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করবে ফকির নিটওয়্যার।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেট, ব্লক মার্কেটে আগামী ৩১ অক্টোবরের মধ্যে কোম্পানিটি উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে। এদিকে ব্যাংকটির আরেক উদ্যোক্তা কোম্পানি জামান এগ্রো ফিশারিজ লিমিটেডও শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। কোম্পানিটির হাতে থাকা শাহজালাল ইসলামী ব্যাংকের ১ লাখ ৮ হাজার ১৫০টি শেয়ার বিক্রি করে দিবে। চট্টগ্রাম স্টক একচেঞ্জ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট, ব্লক মার্কেটে কোম্পানিটি উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।