শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২০১৮ বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬ দশমিক শুন্য ৪ শতাংশ


Published: 2017-04-17 00:22:46 BdST, Updated: 2024-04-26 22:23:15 BdST

বিওয়াচ ডেক্স: অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পূর্ব এশিয়ার চেয়ে এগিয়ে দক্ষিণ এশিয়া। এই অঞ্চলের অর্থনীতিতে তুলনামূলক দ্রুত প্রবৃদ্ধি ঘটছে। এর মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছর ৬.৮ শতাংশে স্থির থাকবে। কিন্তু পরের বছর কমে ৬.৪ শতাংশ হবে। বিশ্ব ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রবৃদ্ধি হার ২০১৬ সালের ৬.৭ শতাংশ থেকে বেড়ে ২০১৭ সালে ৬.৮ শতাংশ হবে। ২০১৮ সালে প্রবৃদ্ধি হবে ৭.১ শতাংশ।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ২০১৬ সালে সবচে বাজে সময় পার করেছে নেপাল। এই সময় দেশটির অর্থনীতির প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। অবশ্য কৃষি উৎপাদন বৃদ্ধি, বিদ্যুৎ সহজলভ্য হওয়া এবং ভূমিকম্প পরবর্তী বিপুল বিনিয়োগের কারণে পরের বছর নেপালের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। ২০১৭ সালে দেশটির প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬ শতাংশ।

অপরদিকে বিনিয়োগে শক্তিশালী অবস্থান এবং রফতানি বাণিজ্যে আত্মবিশ্বাস ফিরে আসায় বাংলাদেশের অর্থনীতি বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তাকে কাটিয়ে উঠতে পেরেছে।

ফলে বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছর ৬.৮ শতাংশেই থাকছে। যদিও ২০১৬ সালে ছিল ৭.১ শতাংশ। ওই সময় এটি ছিল দক্ষিণ এশিয়া অঞ্চলে সর্বোচ্চ। সেক্ষেত্রে ঘোষিত প্রবৃদ্ধি হার এবং বাজেট ঘাটতির মধ্যে পার্থক্যও ছিল খুব কম।

এদিকে ২০১৮ ও ২০১৯ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি যথাক্রমে ৬.৪ এবং ৬.৭ শতাংশ হবে বলে ভবিষ্যদ্বাণী করেছে বিশ্বব্যাংক।

অবকাঠামোর অভাব এবং জ্বালানি সরবরাহ ঘাটতির কারণে ব্যবসায় ব্যয় বাড়বে, ফলে বাংলাদেশের প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে বিশ্বব্যাংক।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।