শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিচারবহির্ভূত হত্যাই বাংলাদেশের বড় সমস্যা: যুক্তরাষ্ট্র


Published: 2017-03-04 22:47:26 BdST, Updated: 2024-04-26 21:00:36 BdST

বিওয়াচ ডেক্স: বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকেই ২০১৬ সালে বাংলাদেশে মানবাধিকারের সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতর প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে তাদের এ পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী ও সংসদীয় গণতন্ত্রের দেশ বাংলাদেশ। ২০১৪ সালের সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আরোহন করে, যদিও বেশির ভাগ আন্তর্জাতিক পর্যবেক্ষক ওই নির্বাচনকে বিতর্কিত আখ্যা দিয়ে এটি আন্তর্জাতিক মানসম্পন্ন নয় বলে উল্লেখ করেছে।

তবে দেশটিতে নিরাপত্তা বাহিনীর ওপর বেসামরিক প্রশাসনের কার্যকর নিয়ন্ত্রণ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি অবৈধভাবে আটক ও গুম; প্রান্তিক গোষ্ঠীর সদস্যসহ অন্যদের উগ্র মতাদর্শীদের হাতে প্রাণ হারানো; বাল্য ও জোরপূর্বক বিয়ে; লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, বিশেষ করে নারী ও শিশুদের বিরুদ্ধে এবং নিম্নমানের কর্মপরিবেশ ও শ্রম অধিকারের লঙ্ঘনকে ২০১৬ সালে বাংলাদেশে মানবাধিকারের ক্ষেত্রে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।