শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ড্যাফোডিলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ


Published: 2018-11-12 21:05:07 BdST, Updated: 2024-04-19 07:53:47 BdST

 

বিজনেস ওয়াচ প্রতিবেদক:

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইনোভেশন এন্ড এন্ট্রাপ্রেনিউরশীপ ডিপার্টমেন্টের উদ্যোগে বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ ২০১৮ শুরু হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে  বাংলাদেশ সরকারের এ টু আই প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান সপ্তাহব্যাপী এ উদ্যোক্তা সপ্তাহের উদ্বোন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলামের   সভাপতিত্বে   অনুষ্ঠানে অন্যদের মধ্যে  বক্তব্য   রাখেন   বিশ্ববিদ্যালয়ের   উপ-উপাচার্য   প্রফেসর   ড.   এস   এম   মাহাবুবুল   হক   মজুমদার,   বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্কেও (বিডিওএসএন) এর সাধারন সম্পাদক মুনির হাসান,   ইনোভেশন এন্ড   এন্ট্রাপ্রেনারশিপ  বিভাগের  প্রধান   মোহাম্মদ শিবলী শাহরিয়ার, ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান।

প্রধান অতিথির বক্তব্যে এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমান   বলেন,   উদ্যোক্তা   হওয়ার   জন্য   সবার   আগে   প্রয়োজন   উদ্ভাবনী চিন্তা। যার   মধ্যে উদ্ভাবনী  চিন্তা  নেই   তিনি  কখনো  উদ্যোক্তা  হতে পারবেন না। উদ্যোক্তা হতে আগ্রহী তরুণদেরকে তিনি নতুন নতুন ব্যবসায় আইডিয়া উদ্ভাবন করার আহ্বান জানান।

তিনি আরো   বলেন,   এখন   বিশ্বজুড়ে   চতুর্থ   শিল্প   বিপ্লব   চলবে।   সেই বিপ্লবের হাওয়া এসে বাংলাদেশেও লেগেছে। সুতরাং নিজেকে নতুন সময়ের উপযোগী হিসেবে গড়ে তুলতে হবে।

 

এ মেলার সহযোগী ক্যারিয়ার  ডেভেলাপমেন্ট সেন্টার এবং স্ট্র্যাটিজিক পার্টনার বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিঃ।  সপ্তাহব্যাপী ব্যাপী   অনুষ্ঠানমালায়   রয়েছে   বাংলাদেশে   উদ্যোক্তা   উন্নয়নশীর্ষক   আলোচনা   সভা,   দেশের   প্রতিভাবান   তরুণদের   মাঝে   ব্যবসা প্রস্তাবনা প্রতিযোগিতা, স্টার্ট আপ ফেয়ার, ডিজিটাল মার্কেটিং,বিপণণ কৌশল ও ধারনা বিষয়ক কর্মশালা, ভেঞ্চার ক্যাপিটাল পলিসি এবং প্রসিডিউর   বিষয়ক   সেমিনার,   মহিলা   উদ্যোক্তা   উন্নয়ন   বিষক আলোচনা, বুট ক্যাম্প ও উদ্যোক্তা সম্মেলনসহ নানা আয়োজন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।