বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

শিক্ষা-গবেষনায় যৌথভাবে কাজ করবে চিটাগাং চেম্বার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়


Published: 2018-11-25 18:36:34 BdST, Updated: 2024-04-17 02:30:28 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক:
শিক্ষা-গবেষণা উন্নয়ন, কর্মসংস্থানসহ শিল্প-কারখানার সাথে যোগাযোগ বিষয়ে যৌথভাবে কর্মপরিচালনা করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোন ট্রেডবডি’র সাথে এ ধরনের চুক্তি স্বাক্ষর করা হয়। এ লক্ষ্যে আজ রোববার ২৫ নভেম্বর একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে এ সমঝোতা চুক্তি সম্পাদিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষে প্রেসিডেন্ট মাহবুবুল আলম এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য, আইসিটি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হানিফ সিদ্দিকী এবং আরবী বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), কে এম নুর আহামদ এবং চিটাগাং চেম্বারের সেক্রেটারী ইনচার্জ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে চিটাগাং চেম্বারের সম্পাদিত এই চুক্তিকে আনন্দচিত্তে স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, এই চুক্তির ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে চিটাগাং চেম্বারের যৌথ উদ্যোগে বিভিন্ন আয়োজন যেমন- সেমিনার, সিম্পোজিয়াম, কন্ফারেন্স, আলোচনা সভা, মতবিনিময় সভা ইত্যাদির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণার গুণগত পরিবর্তন আনয়নে বিশেষ সহায়ক ভূমিকা রাখবে। এছাড়া এ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটবৃন্দ বিভিন্ন শিল্প-কারখানায় ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাবে এবং তাদের লব্ধ অভিজ্ঞতার আলোকে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্ঠি হবে। প্রসঙ্গক্রমে তিনি চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র মাহবুবুল আলম’র শিক্ষা-সমাজ উন্নয়নে এবং দেশে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁর ইতিবাচক মনোবৃত্তি অব্যহত থাকবে এ প্রত্যাশা ব্যাক্ত করেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।