শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেসি ফ্রাঙ্কফুর্টের পেপার ওয়ার্ল্ড প্রদর্শনীতে অংশ নিচ্ছে মেটাডর বল পেন


Published: 2019-12-18 05:58:48 BdST, Updated: 2024-04-19 14:16:59 BdST



বিজনেস ওয়াচ প্রতিবেদক:
জানুয়ারিতে জার্মানিতে অনুষ্ঠিত হবে পৃথিবীর সর্ববৃহৎ আধুনিক অফিস ও বেসরকারি স্টেশনারি খাতের বিভিন্ন পণ্য মেলা পেপার ওয়ার্ল্ড ফ্রাঙ্কফুর্ট। ২০২০ সালের ২৫ থেকে ২৮ জানুয়ারি জার্মানির ফ্রাঙ্কফুটে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ২০১৯ সালের অনুষ্ঠিত ৪ দিন ব্যাপী পেপার ওয়ার্ল্ড প্রদর্শনীতে বিশ্বের ৬৪টি দেশ থেকে ১৬৬৫ জন প্রদর্শক অংশগ্রহণ করেন। ৩২ হাজারেরও বেশী দর্শক অফিস ও বেসরকারি স্টেশনারি খাতের নানা উদ্ভাবনা এবং পণ্য দেখেন।
বাংলাদেশের ম্যাটাডর বল পেন ইন্ডাস্ট্রি তাদের পণ্যের পসরা নিয়ে পেপার ওয়ার্ল্ডে অংশগ্রহণ করেছে। তাদের পণ্যগুলো লেখার সরঞ্জাম এবং স্কুলের সরবরাহ এবং জল ও ডাস্টার রঙ ছাড়াও অন্যান্য অফিস স্টেশনারি সামগ্রী। প্রদর্শনী হলের নতুন বিন্যাসের সাথে সাথে এই আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী তার “ভিশনারি অফিস” এবং নতুন “স্টেশনারি ট্রেন্ড” নিয়ে কাজ করছে। তাদের লক্ষ্য একটাই, নতুন একসারি পণ্যের তাদেরই জন্য আদর্শ পরিবেশে প্রদর্শনী করা যেন সেখানে পুরো বাজারের উপরেই ভালোভাবে ফোকাস করা যায়। একই সময়ে এই প্রদর্শনী যেমন ডিজাইনারদের ভিতরে নতুন চিন্তাধারার বিকাশ ঘটাবে, তেমনিভাবে এখানে নতুন নানা ব্যবসায়ীক সম্পর্কেরও শুভ সূচনা হবে।
পেপার ওয়ার্ল্ডের এ প্রদর্শনীতে জার্মানিসহ বিশ্বের শীর্ষ ১০টি অংশগ্রহণকারী দেশ হলো ইটালি, যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, চীন, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্পেন, তুরস্ক, এবং গ্রিস। এছাড়াও আন্তর্জাতিক দিক থেকে একটি উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে দক্ষিণ কোরিয়া, পর্তুগাল, বুলগেরিয়া, চীন এবং মরক্কো থেকে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।