শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরামর্শ সভায় যোগ দিতে ব্যাংককে গেছে বায়রা প্রতিনিধি দল


Published: 2017-03-04 21:42:13 BdST, Updated: 2024-04-26 12:22:33 BdST

বিওয়াচ ডেক্স: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের হোটেল আনান্তারা সার্থন এ ‘ওভারসিস এমপ্লয়মেন্ট সার্ভিস প্রভাইডারস অ্যালাইনন্স অফ এশিয়ান অ্যাসোসিয়েশন’স-এর সাব রিজিওনাল কনসালটেশন সভায় যোগ দিকে ব্যাংককে গেছে বায়ারা প্রতিনিধি দল।
এ পরামর্শ সভার বর্তমান চেয়ারম্যান জনশক্তি রফতানীকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)-এর সভাপতি ও সাবেক এমপি বেনজীর আহমদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল গত বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেছেন। ৬ মার্চ প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে। প্রতিনিধি দলের অপর সদস্য হচ্ছেন- বায়রার যুগ্ন মহাসচিব-২ শামীম আহমেদ চৌধুরী নোমান ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ হাবিব উল্লাহ।

 বায়রার সহকারী সদস্য গোলাম কাদের মুকুটের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলম্বো প্রসেসের সুপারিশের অনুবৃত্তিক্রমে ২০০৮ সালে ম্যানিলায় অনুষ্ঠিত সভায় ওইএসপি-এ গঠিত হওয়ার পর ২০১৪ সালে ম্যানিলায়, ২০১৬ সালে ব্যাংককে এবং ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিত হয়। আলোচনা ও সুপারিশের ভিত্তিতে আগামীকাল শুক্রবার ব্যাংককে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সাব রিজিওনাল কনফারেন্স এ বাংলাদেশের পক্ষ থেকে আগামী নভেম্বর মাসে ঢাকায় একটি রিজিওনাল কনফারেন্স করার প্রস্তাবনা দেয়া হবে। ঢাকা সম্মেলনে শ্রমিক প্রেরণ ও গ্রহণকারী দেশ ছাড়াও অভিবাসীদের নিয়ে কাজ করে এমন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠন এবং পর্যবেক্ষক হিসাবে উন্নয়ন সংস্থা যেমন- ইউরোপীয় ইউনিয়ন, ডিএফআইডি, বিশ্ব ব্যাংক, এডিবি এবং বাংলাদেশে অবস্থিত উন্নত বিশ্বের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হবে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।