সোমবার, ৪ নভেম্বার, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

এসডিজি বাস্তবায়নে দেশের জনসংখ্যাকে কাজে লাগাতে হবে: জুয়েনা আজিজ


Published: 2021-09-06 02:05:11 BdST, Updated: 2024-11-04 00:21:53 BdST

 

নিজস্ব প্রতিবেদক:

জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণে ২০৪১ সালের মধ্যে যে টার্গেট তা ২০৩০ সালের মধ্যেই এসডিজি বাস্তবায়নে বিপুল জনসংখ্যার এই দেশে যে শ্রমিক আছে, তা কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ। শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে ‘এসডিজির মূলধারার জন্য শিল্প মন্ত্রণালয়’  শিরোনামে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব বলেন। রোববার (৫ সেপ্টেম্বর) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কমকর্তা এবং দপ্তর/সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে শিল্প সচিব বলেন, ২০১৬-২০৩০ এই সময়ে এসডিজি বাস্তবায়নে মোট ১৭টি অভিষ্ট লক্ষ্য, ১৬৯টি টার্গেট এবং ২৩২টি নির্দেশক নিয়ে কাজ করা হচ্ছে। শিল্প মন্ত্রণালয়ে জাতীয় অগ্রাধিকারপ্রাপ্ত মোট ৩৯টি টার্গেটের মধ্যে ২টি টার্গেটের একটি হচ্ছে শিল্প ক্ষেত্রে কর্মসংস্থান ২৫% এবং আরেকটি হচ্ছে জিডিপিতে শিল্পখাতের অবদান ৩৫% এ উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশে প্রথমবারের মত প্রকাশিত এসডিজি বিষয়ক প্রকাশনা শিল্প মন্ত্রণালয় সম্পাদন করে। এতে এসডিজি’র সাথে মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও নির্বাচনী ইশতেহার ২০১৮ এর বিষয়গুলো সামিল করা হয়েছে। এসডিজি সংক্রান্ত শিল্প মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বইটি বাংলাদেশের টেকসই শিল্পায়নে সকল অংশীজনের জন্য একটি গাইডলাইন হিসেবে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।