সোমবার, ৪ নভেম্বার, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

নিরাপত্তা প্রহরীদের সচেতনতা বৃদ্ধি ও সঙ্কটকালীন  মুহূর্তে করণীয় সম্পর্কে 'প্রশিক্ষণ' দেওয়ার দাবী


Published: 2024-08-23 21:00:44 BdST, Updated: 2024-11-04 01:11:57 BdST

নিজস্ব প্রতিবেদক:  অন্তরবর্তী সরকার নগরীর নিরাপত্তা বৃদ্ধির জন্য  বাসা, বাড়ি, মার্কেট , বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ , ভবনের নিরাপত্তা প্রহরীদের  সচেতনতা বৃদ্ধি এবং সঙ্কটকালীন মুহূর্তে করণীয় সম্পর্কে 'প্রশিক্ষণ' দেওয়ার দাবী তোলেন বাংলাদেশ প্রহরী সমিতি। গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্বে অংশগ্রহণকারী এবং নানান ভাবে ক্ষতিগ্রস্ত প্রহরীদের করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয়। শুক্রবার   সকাল ১১ টায় রাজধানীর বিজয়নগরে সংগঠনটির সংগঠক রিপন মাহমুদিএ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।  

 সংবাদ সম্মেলনে  বাংলাদেশ প্রহরী সমিতির মাধ্যমে আরো কিছু দাবী উপস্থাপন করেন তিনি। দাবিগুলো হলো, প্রহরীদের  বিনা নোটিশে ক্ষতিপূরণ ছাড়া চাকুরীচ্যুত করা যাবে না , মালিককে সরাসরি প্রহরীর কাছে বেতন দিতে হবে , কোন মধ্যস্থকারী কোম্পানী প্রহরীরর বেতন কর্তন করতে পারবে না , আট ঘন্টার অতিরিক্ত কর্মঘন্টা বেতনের হারে দিতে হবে , বাৎসরিক ধর্মীয় ঈদ , পূঁজার ছুটি নিশ্চিত করতে হবে , উৎসব , চিকিৎসা ও ঝুঁকি ভাতা নিশ্চিত করতে হবে । আবাসিক ও বাণিজ্যেক ভবনে প্রহরীর জন্য উপযুক্ত বাসস্থান নিশ্চিত করাসহ নূন্যতম মজুরী ২০ হাজার টাকা করতে হবে ।

এসময় রিপন মাহমুদ আরো বলেন, সমগ্র শহরে যখন পুলিশ ছিল না তখন চুরি ছিনতাই থেকে এই প্রহরীরা মালিক ও জনগণের সম্পদ রক্ষা করেছে। পাশাপাশি প্রহরীরা যদি তাদের ন্যায় দাবী ও উপযুক্ত প্রশিক্ষণ দিলে সরকার মাদক নির্মূলে কঠোর  ভূমিকা পালন তকরতে পারবে ।

তিনি আরো বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পূর্বে নির্যাতিত ও ক্ষতিগ্রস্থরা যোগাযোগ করলে প্রহরী সমিতি তাদেরকে সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন । এসময় অন্যদের মধ্যে প্রহরী মোঃ রফিকুর ইসলাম , শাহাবুদ্দিন , দেবেন্দ্রনাথ , রনজিত , কবির হোসাইন , শেখ সেলিম ও আলিমসহ আরো অনেকেই  উপস্থিত ছিলেন  ।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।