জাপানকে আরো বেশি কর্মী নেয়ার আহবান প্রবাসী কল্যাণ মন্ত্রীর
Published: 2022-07-21 22:26:00 BdST, Updated: 2024-10-12 14:36:08 BdST
নিজস্ব প্রতিবেদক : জাপানকে বাংলাদেশ থেকে আরো বেশি কর্মী নেয়ার আহবান জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি। বুধবার (২০ জুলাই) টেকনিক্যাল ইন্টার্ন কর্মীদের জাপান গমন উপলক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) আয়োজিত এক বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী এ আহ্বান জানান।
বিএমইটি’র মহাপরিচালক মোঃ শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান এবং ওগ ঔধঢ়ধহ এর প্রতিনিধি মি. ইয়োসিহিরো হোতা।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী কারিগরি দক্ষতার উপর গুরুত্ব দিয়ে বলেন, দেশের জনগণকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। কারণ, দক্ষতা বাড়লেই বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে রেমিট্যান্স বাড়বে। তিনি জানান, বিএমইটি’র অধীনে দেশের ৩২টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ছয় মাস মেয়াদী জাপানিজ ভাষা প্রশিক্ষণ কোর্ষ পরিচালনা করা হচ্ছে। উক্ত কোর্সের আওতায় এ পর্যন্ত ৩,৫৬৬ জন জাপানিজ ভাষা প্রশিক্ষণ গ্রহণ করেছে। ওগ ঔধঢ়ধহ এর মাধ্যমে ইতোমধ্যে ১৮৩ জন টেকনিক্যাল ইন্টার্ন (কর্মী) হিসেবে জাপান গমন করেছে, আজ ৪৭ জন কর্মী জাপানে যাচ্ছে। আরও ২৯২ জন কর্মী জাপান গমনের অপেক্ষায় আছে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।