সোমবার, ৪ নভেম্বার, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

কেমিক্যাল পল্লিতে প্লাস্টিক শিল্পের জন্য কমদামে প্লট চাইলেন এফবিসিসিআই সভাপতি


Published: 2022-04-21 21:55:29 BdST, Updated: 2024-11-04 02:18:32 BdST


নিজস্ব প্রতিবেদক: কেমিক্যাল পল্লিতে প্লাস্টিক শিল্প উদ্যোক্তাদের জন্য কমদামে প্লট চাইলেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। বুধবার (২০ এপ্রিল) কারা কনভেনশন সেন্টারে আয়োজিত বাংলাদেশ খেলনা সেক্টরের সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ দাবি জানান। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকাক এসোসিয়েশনের (বিপিজিএমইএ) স্ট্যান্ডিং কমিটি অন টয়জের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরল মজিদ মাহমুদ হুমায়ন। বিশেষ অতিথি ছিলেন, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, ও হাজি মোহাম্মদ সেলিম এমপি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিপিজিএমইএ’র সভাপতি সমিম আহমেদ, সাবেক সভাপতি কেএম ইকবাল হোসেন, ইউসুফ আশরাফ বক্তব্য রাখেন। এফবিসিসিআই সভাপতি বলেন, বর্তমানে প্লাস্টিক খাতে ১ বিলিয়ন ডলার পন্য রফতানি হয়। এছাড়া অভ্যন্তরিন বাজারে ৩০ হাজার কোটি টাকার লেনদেন হয়। এখাত থেকে প্রতিবছর সরকারকে ৩ হাজার কোটি টাকার রাজস্ব দেয়া হয়। তাই আশা করছি সরকার পুরান ঢাকার প্লাস্টিক কারখানাগুলোর জন্য কেমিক্যাল পল্লিতে স্বল্পমূলে প্লট দেয়া হোক। এছাড়া প্লাস্টিক শিল্পের কাঁচামাল আমদানি শুল্কমুক্ত করারও দাবি জানান তিনি।


এসময় শিল্পমন্ত্রী জানান, কেমিক্যাল পল্লিতে পুরান ঢাকার প্লাস্টিক কারখানাগুলোকে কনসেশনাল রেটে জায়গা দেয়া হবে। জমির মূল্য কত কমানো যায় তা নিয়ে আলোচনা করে ঠিক করা হবে। কারণ বর্তমান সরকার মনে করে এসএমই খাতই বাংলাদেশের অর্থনীতির প্রাণ। তাই এ শিল্পকে সহায়তা দেয়া হবে। যাতে পুরান ঢাকার প্লাস্টিক কারখানাগুলো ভালো একটা পরিবেশে স্থানান্তর করা যায়।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।