বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মহামারির ধাক্কা কাটাতে পারেনি ভারতের ৮০ শতাংশ মানুষ


Published: 2022-10-03 21:53:35 BdST, Updated: 2024-04-18 10:51:54 BdST


আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় ভারত লকডাউন শুরুর পর ২০২০ সালে তিন মাসে জিডিপি বা মোট দেশজ উৎপাদন সঙ্কুচিত হয় প্রায় ২৪ শতাংশ; যা দেশের ইতিহাসে নজিরবিহীন। মহামারির সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি ভারত। সাম্প্রতিক এক গবেষণায় তেমনটিই উঠে এসেছে। জাতিসংঘ, বিশ্ব ব্যাংক আগে থেকেই বলছিল করোনাকালে ধনীরা আরও ধনী হয়েছেন। আর গরিবের দৈন্যদশা বেড়েছে। সমাজের বড় অংশ নতুন করে দারিদ্র্যসীমার নীচে চলে গেছে। সেই একই ছবি উঠে এল আরও এক সমীক্ষায়। ইউবিএস সিকিউরিটিজ ইন্ডিয়া তাদের এক রিপোর্টে জানিয়েছে, ভারতে জনসংখ্যার মাত্র ২০% কেনাকাটা করছেন। সে জন্য খরচ করছেন দু’হাত ভরে। তাদের জন্যই চাহিদা বাড়ছে। কিন্তু বাকি ৮০% মানুষ এখনও মহামারির ধাক্কা কাটিয়ে বেরিয়ে আসতে পারেননি। ঘুরে দাঁড়ানোয় চেষ্টায় এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন তারা।

ইউবিএস-এর ওই রিপোর্টে তাদের প্রধান অর্থনীতিবিদ দাবি করেছেন, করোনা দেশের ধনী ভোক্তাদের আয়ের ওপরে কোনো প্রভাবই ফেলেনি, সেটা পরিষ্কার। কারণ সব চেয়ে বিত্তবান ২০ শতাংশ মানুষ বেশিরভাগ কেনাকাটা করছেন। এর মধ্যে ৬৬% শহরের এবং ৫৯% গ্রামাঞ্চলের। আগস্টে ইউবিএস একটি সমীক্ষা চালিয়েছিল আয় বেশি এমন মানুষদের ওপর। অংশগ্রহণকারীদের অর্ধেকের বেশি সোনা অথবা গহনা কিনেছেন। ৫৫% সম্পত্তিতে লগ্নি করার এবং আগামী দু’বছরের মধ্যে গাড়ি বা মোটরসাইকেল কেনার পরিকল্পনা করছেন। ৫০% শুধু সম্পত্তিই কিনতে চান। অর্থাৎ আগামী দিনেও সমাজের এই অংশের হাত ধরেই বাড়বে চাহিদা। অংশগ্রহণকারী ৭০ শতাংশের বেশি মানুষের ধারণা, আগামী বছর তাদের আয় বাড়বে। সমীক্ষার বিশ্লেষণে বলা হয়েছে, করোনা অসংগঠিত অর্থনীতির ভাগ কেড়ে নিয়ে সংগঠিত অংশের বাজার বাড়িয়ে দিয়েছে। এর ফলেই বিত্তবান মানুষ খাবারদাবার, মুদি, স্বাস্থ্য পরিষেবা, বিনোদনসহ বিভিন্ন ক্ষেত্রে ব্র্যান্ডের পণ্যে খরচ বাড়িয়েছেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।