বুধবার, ১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বিশ্ব অর্থনীতিতে ধাক্কার প্রভাব ভারতে


Published: 2022-10-08 23:01:09 BdST, Updated: 2024-05-01 14:25:11 BdST


বিজনেস ওয়াচ প্রতিবেদক : করোনার ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব অর্থনীতি। এর মধ্যে যোগ হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যার প্রভাব পড়েছে মূল্যবৃদ্ধিতে। বিশ্ব অর্থনীতির এ পরিস্থিতির হাওয়া লাগছে ভারতের অর্থনীতিতেও। ২০২২-২৩ অর্থবছরে ভারতের আর্থিক প্রবৃদ্ধির হার ৬.৫ শতাংশ হতে পারে বলে মনে করছে বিশ্ব ব্যাংক। ‘দক্ষিণ এশিয়ার অর্থনীতি’ নিয়ে সাম্প্রতিক এক বৈঠকে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। গত জুনে গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস শীর্ষক যে রিপোর্ট প্রকাশ করেছিল বিশ্ব ব্যাংক সেই রিপোর্টে পূর্বাভাস দেওয়া হয়েছিল, ২০২২-২৩ অর্থবছরে ভারতের প্রবৃদ্ধির হার ৭.৫ শতাংশ দাঁড়াতে পারে। এ বারের পূর্বাভাসে তা আরও ১ শতাংশ কমানো হলো। করোনা মহামারির ধাক্কা কাটিয়ে গত অর্থবছরে ভারতের আর্থিক বৃদ্ধির হার ছিল ৮.৭ শতাংশ।

গত ডিসেম্বরে প্রকাশিত রিপোর্টে বিশ্বব্যাংক জানিয়েছিল, ২০২২-২৩ অর্থবছরেও ভারতে প্রবৃদ্ধির হার ৮.৭ শতাংশ হতে পারে। কিন্তু গত এপ্রিলে বিশ্ব ব্যাংকের সংশোধিত রিপোর্টে ভারতে ৮ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়। জুনের রিপোর্টে তা আরও ০.৫ শতাংশ কমানো হয়েছিল। এ বার কমলো আরও ১ শতাংশ। বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান অর্থনীতিবিদ হ্যান্স টিমার সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ভারতীয় অর্থনীতির অবস্থা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় ভালো। তুলনামূলকভাবে বৃদ্ধির হারও বেশি।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।