সোমবার, ৪ নভেম্বার, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

এফবিসিসিআইকে সর্বোচ্চ সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়তে চাই: এনায়েত উল্যাহ সিদ্দিকী


Published: 2023-07-19 17:25:00 BdST, Updated: 2024-11-04 01:16:48 BdST

নিজস্ব প্রতিবেদক: দেশের সেকেন্ড পার্লামেন্ট খ্যাত ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অবস বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই। এই নির্বাচন ঘিরে সারা দেশের ছোট-বড় প্রায় সাড়ে চার কোটি ব্যবসায়ীর মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে। বিগত যেকোনো সময়ের চেয়ে এবারের নির্বাচন বিষয়ে সাধারণ সদস্য এবং পরিচালক প্রার্থীরা ব্যাপক আগ্রহভরে অপেক্ষা করছেন। এবার এফবিসিসিআই-নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে পরিচালক পদপ্রার্থী এনায়েত উল্যাহ সিদ্দিকী বিকাশমান অর্থনীতির বাহক এফবিসিসিআইকে বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সর্বোচ্চ সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ার প্রত্যয় নিয়ে কাজ করতে চান। এনায়েত উল্যাহ সিদ্দিকী জানান, তিনি তার বাকি জীবন ব্যবসায়ীদের স্বার্থে কাজ করতে চান। নিজের সর্বোচ্চ দক্ষতা দিয়ে সাধারণ পরিষদের সব সদস্যের জন্য নিরলসভাবে কাজ করতে চান। এ ব্যাপারে তিনি সাধারণ পরিষদের সব সদস্যের কাছে দোয়া ও সমর্থন এবং ভোট কামনা করেছেন।

 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।