শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ী ঐক্য ফোরামের পক্ষে ভোট বিপ্লব ঘটবে: ডা. কাজী এরতেজা হাসান


Published: 2017-05-09 20:50:10 BdST, Updated: 2024-04-19 08:06:29 BdST

বিওয়াচ প্রতিবেদক: ভোটাধিকার অক্ষুন্ন রাখার প্রতিদানে ১৪মে এফবিসিসিআই’র নির্বাচনে ব্যবসায়ী ঐক্য ফোরামের পক্ষে নিরব ভোট বিপ্লব ঘটবে বলে আশা করছেন ‘সাহসী কলমসেনা’ ও নির্ভিক মানবাধিকারকর্মী ডা. কাজী এরতেজা হাসান। কারণ চেম্বার গ্রুপের স্বতন্ত্র পরিচালক প্রার্থীদের কাছ থেকে ভয়ভিতির মাধ্যমে জোরপূর্বক তাদের প্রার্থীতা প্রত্যাহার করে সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়। এতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির  সাধারণ সদস্যদের (জিবি মেম্বার) মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। আর এ ক্ষোভকেই ১৪ মের নির্বাচনে কাজে লাগাবে ব্যবসায়ী ঐক্য ফোরাম। এ ফোরামের প্রধান ভুমিকায় রয়েছেন ডা. কাজী এরতেজা হাসান। তিনি সাতক্ষীরা সদর থানার সুলতানপুরের কাজীপাড়ার স্বনামধন্য কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা কাজী আব্দুল মান্নান ও মা মিসেস আজিজা মান্নান। দেশ ও মানুষের কল্যাণ স্বাধনে তরুণ বয়সেই দৈনিক ভোরের পাতা, দ্য পিপলস টাইম, পাক্ষিক অর্থপাতা, ও ট্রাভেলস অটোমোবাইল অ্যান্ড হাউজিং পত্রিকাগুলোকে নিয়ে গড়ে তোলেন ভোরের পাতা গ্রুপ অব কোম্পানিজ। তার মেঁধা ও সৃজনশীলতার কারণে অল্পদিনের মধ্যেই চারটি পত্রিকা পাঠক প্রিয়তা অর্জনে সক্ষম হয়। তিনি একজন সফল সাংবাদিক, সফল সম্পাদক ও তথ্যযোদ্ধা। এছাড়া তিনি বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন, রূপান্তর ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, পেট্রোন লিমিটেড (আল্টিমেট অব পেট্রোলিয়াম প্রডাক্টস, আমেরিকা-বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার), পদ্মা গ্লোবাল বিজনেস সেন্টার এস এল (এ হাউজ অব গ্লোবাল ট্রেডিং, স্পেন-বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার), মারবেলা গ্রীণ সিটি লিমিটেড (ইকো-ফ্রেন্ডলি হাউজিং প্রজেক্ট, স্পেন-বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার), বাংলা রেডিও লিমিটেড এবং জেড ই এস ট্রেডিং কোম্পানি লিমিটেডের চেয়ারপার্সন। এছাড়াও তিনি ইরান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই), ব্যাংক ক্রেডিট ম্যানেজমেন্ট এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ এবং ফরেন ইনভেষ্টর এসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্টের দ্বায়িত্ব পালন করছেন। এর বাইরে সিঙ্গাপুর-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ কনক্রিড প্রডাক্ট অ্যান্ড ব্লক ম্যানুফ্যাকচারার এসোসিয়েশনের (বিসিপিবিএমএ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

তিনি নর্দান ইউনিভার্সিটি ট্রাস্ট্রি বোর্ডের মেম্বার এবং ২০১৬ সালে বিপিএলের রংপুর রাইডার্সের চেয়ারপার্সনের দ্বায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন থেকে একজন মানবাধিকার কর্মী হিসেবে দেশের সেবা করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন গঠনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার উন্নয়নে অগ্রগণ্য ভুমিকা পালন করছেন। এজন্য গণমানুষের পক্ষ থেকে তাকে ‘সাহসী কলমসেনা’ উপাধিতে ভুষিত করা হয়েছে। গত এক দশকে তাঁর প্রজ্ঞাপূর্ন ও ক্ষুরধার লেখনীতে উম্মোচিত হয়েছে জাতীয় সমস্যার গঠনমূলক সুচিন্তিত দিকনির্দেশনা।

নির্ভিক মানবাধিকারকর্মী ড. কাজী এরতেজা হাসান বাংলাদেশের সংবাদ শিল্প, মুক্ত সাংবাদিকতা এবং মানবাধিকার উন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ নেলসন ম্যান্ডেলা পদক-২০১৪, অতিশ দীপঙ্কর স্বর্ণপদক-২০০৮, মাদার তেরেসা গোল্ড মেডেল-২০০৭, মাওলানা ভাষানী স্মৃতিপদক-২০০৫ সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। ব্যক্তি জীবনে তার একমাত্র সন্তান কাজী জারজিস বিন এরতেজা ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে স্ট্যান্ডার্ড সিক্সে পবিত্র কোরআনের  হেফজ পড়ছেন।

উল্লেখ্য, ব্যবসায়িক প্রয়োজনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ভারত, চীন, ফ্রান্স, স্পেন, ইতালি, সুইজারল্যান্ড, আয়াল্যান্ড, সৌদিআরব, কাতার, সংযুক্ত আবর আমিরাত, মালয়েশিয়া ও জাপানসহ  বহুদেশ ভ্রমণ করে নানাবিধ অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি।

 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।