মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করতে সবার আগে চেম্বারগুলোর উন্নয়ন প্রয়োজন: আবুল কাশেম আহমেদ


Published: 2017-06-05 21:55:43 BdST, Updated: 2024-04-23 23:20:22 BdST


বিওয়াচ প্রতিবেদক: প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে-তা পূরণ করতে হলে জেলা চেম্বারগুলোর অবকাঠামো উন্নয়ন সবার আগে প্রয়োজন বলে মনে করেন এফবিসিসিআই’র সাবেক প্রথম সহসভাপতি আবুল কাশেম আহমেদ। কারণ জেলা চেম্বারের মাধ্যমে সরকারের রাজস্ব আদায়ের আওতা বৃদ্ধি করা সম্ভব। এজন্য জরুরী ভিত্তিতে প্রস্তাবিত বাজেটেই জেলা চেম্বারগুলোর অবকাঠামো উন্নয়ন এবং দক্ষতা অর্জনে ১০০ কোটি টাকা বরাদ্দের দাবি জানান তিনি।
প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বড় লক্ষ্য নিয়ে এবারে বড় বাজেট দেয়া হয়েছে। টেকসই উন্নয়নের লক্ষ্য নিশ্চিতে দারিদ্র্য বিমোচন, বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়াতে হবে। তাই বাজেট বড়ই হতে হবে। এজন্য এবার বাজেট বাস্তবায়নে সর্বোচ্চ দক্ষতা অর্জন করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
এছাড়াও তিনি নিত্য প্রয়োজনীয় পন্যের ভ্যাট মুক্ত সংখ্যা আরও বৃদ্ধি এবং রফতানী খাতকে অগ্রাধিকার দেওয়ার জন্য সুপারিস করেন। ইহা ছাড়া ব্যাংকে টাকা লেনদেন আবকারী শুল্ক পূর্বাবস্থায় বহাল রাখার দাবী জানান। অন্যথায় টাকা পাচার হয়ে যাবে এবং ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স ভাটা পড়বে। গ্রামে চুরি ডাকাতি বেড়ে যাবে।
শেয়ার মার্কেট সম্পর্কে তিনি বলেন, বড় বড় সরকারী, বেসরকারী কোম্পানীগুলোকে শেয়ার মার্কেটে আনা এবং শেয়ারে অলস টাকা বিনিয়োগে উৎসাহিত করার সাহসী পদক্ষেপ নিতে হবে। ফলে সম্পদ সৃষ্টি হবে এবং ব্যাপক কর্মসংস্থান হবে। ব্যাংকের চেয়ে শেয়ার মার্কেট থেকে টাকা আহরন করে করা বিনিয়োগে ঝুকি কম। বিপুল সংখ্যক শিক্ষত বেকার রেখে এসডিজি বাস্তবায়ন অপরিপূর্ন থেকে যাবে। এজন্য ব্যাপক কর্মস্থান সৃষ্টির উপর গুরুত্¦ দেয়ার পরামর্শ দেন তিনি।

 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।