শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাংকে আমানতের সুদের হার বৃদ্ধি করা যেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী


Published: 2022-08-16 01:40:36 BdST, Updated: 2024-04-19 13:06:49 BdST


নিজস্ব প্রতিবেদক: বর্তমান পরিস্থিতিতে ব্যাংকে আমানতের সুদের হার কিছুটা বৃদ্ধির বিষয়টি পুনঃবিবচেনা করা যেতে পারে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। রোববার (১৪ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বেসরকারিখাতের দৃষ্টিতে ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয়ার্ধে (জানুয়ারি-জুন ২০২২) বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক পর্যালোচনা’ শীর্ষক সেমিনারের তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, গত অর্থবছরে দেশের উৎপাদন খাতে প্রবৃদ্ধি ছিল প্রায় ২৩ শতাংশ , যা আমাদের অর্থনৈতিক কর্মকান্ডের ইতিবাচক দিককে বহন করে। এছাড়া স্থানীয় বাজারে ডলারের উপর চাপ কমানো, ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সরকার অতিদ্রুত বিদেশী উৎস থেকে ঋণ নিতে উদ্যোগ গ্রহণ করেছে। তবে বৈশি^ক সংকটের কারণে পণ্য আমদানি ব্যাহত হওয়ায় মূল্যস্ফীতি বেড়েছে কিন্তু অর্থনীতি নিয়ে আতংকিত হওয়ার তেমন কোন কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, ২০২১-২২ অর্থবছরে আমরা প্রায় ১০ লক্ষ শ্রমিক বিদেশে পাঠাতে সক্ষম হয়েছি, যার ফলে আমাগীতে রেমিট্যান্স প্রবাহ আরো বৃদ্ধি পাবে। গত অর্থবছরে বাংলাদেশ পাট, চামড়া ও তথ্য-প্রযুক্তি প্রভৃতি খাতের প্রতিটি হতে ১ বিলিয়ন ডালারের বেশি পণ্য রপ্তানি করতে সক্ষম হয়। এমতাবস্থায় আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের রপ্তানি আরো বাড়াতে সম্ভাবনাময় খাতসমূহের উপর বেশি হারে নজর দেওয়ার আহ্বান জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্যে সংসদ্য সদস্য ও এফবিসিসিআই’র প্রাক্তন সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন) বলেন, কোভিডকালীন সময়ে বাংলাদেশ ব্যাংক দেশের ব্যবসায়ী সমাজ বিশেষকরে এসএমই খাতের জন্য কার্যকর ভূমিকা পালন করে। বিশে^র প্রায় প্রতিটি দেশেই জ¦ালানি সংকটে রয়েছে। আমাদের টেকসই জ¦ালানি নিরাপত্তা নিশ্চিতকল্পে অফশোর গ্যাস কূপ অনুসন্ধান কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি বাপেক্সকে আরো শক্তিশালী করতে হবে। এ মূহুর্তে বৈশি^ক অর্থনীতির অবস্থা বেশ ভালো নয়। সাপ্লাই চেইন ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। তারপরও আমাদের রিজার্ভ সাড়ে ৫ মাসের আমদানি ব্যয় মেটাতে সক্ষম।
দেশের বর্তমান অর্থনৈতিক অস্বস্তিকর অবস্থাকে সাময়িক আখ্যা দিয়ে তিনি বলেন, সরকার বিষয়গুলোকে যচেষ্ট দক্ষতার সাথে মোকাবেলার সর্বাত্নক প্রচেষ্টা অব্যাহত রখেছে। দেশের ব্যবসায়ী সমাজের পাশাপাশি সার্বিকভাবে অর্থনীতির অধিকতর অগ্রগতির লক্ষ্যে রাজস্ব বিভাগকে হয়রানির মনোভাব পরিহার করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে। ওয়েবিনারের নির্ধারিত আলোচনায় বাংলাদেশ ব্যাংক-এর প্রধান অর্থনীতিবিদ ড. মোঃ হাবিবুর রহমান এবং বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম অংশগ্রহণ করেন। ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান উক্ত ওয়েবিনারে ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অর্থনীতির সার্বিক প্রেক্ষাপটের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মূল প্রবন্ধে তিনি অর্থনীতিতে বৈশি^ক সংকট ও কোভিড মহামারীর প্রভাব, এলডিসি উত্তরণ, জাতীয় বাজেট ও মুদ্রানীতির বাস্তবায়ন অবস্থা, মুদ্রাস্ফীতি, বেসরকারি বিনিয়োগ, আন্তর্জাতিক বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান, কৃষি, উৎপাদন ও সেবা খাত নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
ঢাকা চেম্বারের সভাপতি বলেন, বৈশি^ক সংকটের কারণে গত অর্থবছরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে প্রায় ৯.৫ শতাংশ এবং আমাদের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৪০.১৫ বিলিয়ন মার্কিন ডলার, এছাড়াও কোভিড মহামারীর কারণে জিডিপিতে বেসরকারি বিনিয়োগের হার ২৩.৭ শতাংশ নেমে এসেছে, যদিও গত অর্থবছরে আমাদের রপ্তানি প্রথমবারের মত ৫২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
বাংলাদেশ ব্যাংক-এর প্রধান অর্থনীতিবিদ ড. মোঃ হাবিবুর রহমান বলেন, মুদ্রা প্রবাহ স্থিতিশীল রাখার মাধ্যমে অর্থনীতির গতিধারা অব্যাহত রাখতে দেশের কেন্দ্রীয় ব্যাংক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহায়ক নীতিমালা প্রণয়ন করে আসছে এবং বিশেষকরে কোভিড মোকাবেলায় বেশ কিছু প্রণোদনা প্যাকেজ প্রদান করেছে। ভারত এবং চীনের মত বেশ কিছু দেশের সাথে স্থানীয় মুদ্রায় আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনার বিষয়টি নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আমাদের ম্যানুফেকচারিং খাতে গ্যাসের চাপ উল্লেখযোগ্য হারে কম থাকায় শিল্প-কারখানায় পণ্য উৎপাদন মারাত্নক ভাবে বিঘ্নিত হচ্ছে। সম্প্রতি জ¦ালানি তেলের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে ব্যবসায় ব্যয় বাড়বে। মূল্যস্ফীতি উল্লেখজনক হারে বৃদ্ধি পাবে, তবে আন্তর্জাতিক বাজারে জ¦ালানি তেলের দাম হ্রাস পেলে স্থানীয় বাজারে জ¦ালানির দাম সমন্বয়ের উপর তিনি জোরারোপ করেন।

 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।