বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পোশাক শ্রমিকদের সহায়তা দিতে প্রি-শীপমেন্ট ফাইন্যান্স প্রোগ্রাম চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড


Published: 2021-11-23 06:13:15 BdST, Updated: 2024-04-24 19:25:10 BdST

নিজস্ব প্রতিবেদক:
করোনাকালে তৈরি পোশাক শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ইউএসডি ডিনোমিনেটেড প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে মাধ্যমে সাহার্যের এ হাত বাড়ান তারা। নামকরা ক্রেতাদের সাথে পরামর্শের মাধ্যমে এই কোভিড-১৯ রেসপন্স ফাইন্যান্স প্রোগ্রামটি ডিজাইন করা হয়েছে। ব্যাংকের ক্লায়েন্টরা এই প্রোগ্রামের অধীনে মজুরি, ইউটিলিটি এবং অন্যান্য অপারেশনাল খরচ পরিশোধের জন্য ৩ মাসের মোরেটোরিয়াম মেয়াদ সহকারে এক বছরের তারল্য সহায়তা দেবে স্ট্যান্ডার্ড চাটার্ড। স্ট্যান্ডার্ড চাটার্ড-এর এই ঋণের মাধ্যমে ২০ হাজারের বেশি কর্মী তাদের একাধিক মাসের বেতন এবং উৎসব বোনাস সময়মতো পেয়েছে।

২০২০ সালে কোভিড-১৯ মহামারী আঘাত হানার কারণে বিশ্বজুড়ে পোশাক সরবরাহের চেইন ব্যাহত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং অন্যান্য প্রধান প্রধান বাজারের খুচরা দোকানগুলো বন্ধ হয়ে যায়। ফলে অনেক অর্ডার পিছিয়ে দেওয়া বা বাতিল করা হয় যা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের রপ্তানিকারকদের উপরও ব্যপক প্রভাব ফেলে। স্ট্যান্ডার্ড চার্টার্ড এই পরিস্থিতির মধ্যে তারল্য অ্যাক্সেস সক্ষম করে দেশের তৈরি পোশাক শিল্পের স্থিতিস্থাপকতাকে সমর্থন করেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর বাছাই করা বড় বৈশ্বিক ক্রেতাদের সাথে সহযোগিতা করতে এবং ইউএসডি ডিনোমিনেটেড প্রি-শিপমেন্ট ফাইন্যান্স ঋণ প্রবর্তনের লক্ষ্যে এর আন্তর্জাতিক নেটওয়ার্ককে কাজে লাগিয়ে দ্রুত ঋন অনুমোদনের ব্যবস্থা করেছে। এর মাধ্যমে বেতন এবং অন্যান্য অপারেটিং খরচের জন্য সহজ সুবিধা, কম খরচে ইউএসডি-ডিনোমিনেটেড সুবিধা, বৈদেশিক মুদ্রার উঠানামার বিরুদ্ধে ন্যাচারাল হেজ এবং গ্রাহকদের একটি অনিশ্চিত অপারেটিং পরিবেশে প্রয়োজনীয় সাহায্য প্রদানের লক্ষ্যে ৩ মাসের মোরেটোরিয়াম মেয়াদ সহকারে এক বছরের তারল্য সহায়তা প্রদান করা হচ্ছে।

অনেক শীর্ষস্থানীয় খুচরা বিক্রেতার সাথে তার দীর্ঘস্থায়ী সম্পর্ক রাখার পাশাপাশি বিজিএমইএ এবং বাংলাদেশ ব্যাংকের সাথে নিবিড় সম্পর্ককে কাজে লাগিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড তৈরি পোশাক শিল্পক্ষেত্রের পাশে দাঁড়িয়ে একটি সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে। এবিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ‘হেয়ার ফর গুড’ প্রতিশ্রুতিতে বিশ্বাসী। আর সেই প্রতিশ্রুতি কার্যকর করার এখনই সময়। রপ্তানিকারক ক্লায়েন্টদের এই স্বল্প সুদে ইউএসডি ঋণ সুবিধা দেওয়ার জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সময়মত সহায়তা পেয়েছি, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। দেশের বৃহত্তম আন্তর্জাতিক ব্যাংক হিসাবে, এই সংকটের সময় আমাদের অনন্য বৈশ্বিক নেটওয়ার্ক ও ক্রেতাদের পাশে থাকতে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে আমরা বিশেষ ভূমিকা রেখেছি। তৈরি পোশাক শিল্পখাত বাংলাদেশের অর্থনীতির প্রাণ। আমাদের উদ্যোগগুলি প্রয়োজনের সময়ে এই খাতটিকে সমর্থন করতে সক্ষম হয়েছে। তাই আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।