মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পরিবেশ দিবসে এমটিবি ও এলএসএস’র উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা


Published: 2022-06-24 01:45:11 BdST, Updated: 2024-03-19 13:38:16 BdST


নিজস্ব প্রতিবেদক : জলবায়ু আন্দোলনের বার্তা উচ্চারিত হোক শিশুদের কণ্ঠে” প্রতিপাদ্য বিষয়ে ‘এমটিবি এলএসএস এনভায়রনমেন্ট ডে ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২২’ এর চূড়ান্ত পর্বের আয়োজন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং লাল সবুজ সোসাইটি (এলএসএস)।

বিশ্ব পরিবেশ দিবস ২০০০ উপলক্ষ্যে গত ৫ জুন রাজধানীর এমটিবি টাওয়ারে চূড়ান্ত পর্বের আয়োজন হয়। “১০০% নবায়নযোগ্য শক্তির চাহিদা পূরণের একমাত্র সমাধান হল জলবিদ্যুৎ” এ বিতর্কের চূড়ান্ত পর্বে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
এতে পরিকল্পনামন্ত্রী এম. এ.মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক, এস এম অজিয়র রহমান। এছাড়া উপস্থিত ছিলেন এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চীফ রিস্ক অফিসার, চৌধুরী আখতার আসিফ।

উল্লেখ্য, ‘পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তন’ বিষয়ক এই আন্তঃস্কুল বিতর্কটি ১৬ মে শুরু হলেও ১৮ মে প্রধান অতিথি হিসেবে সৈয়দা রুবিনা আক্তার মীরা, এমপি এর ভার্চুয়ালি উদ্বোধন করেন। এতে সারাদেশের ৫০টিরও বেশি স্কুলের ক্ষুদে বিতার্কিকরা ভার্চ্যূয়ালি অংশগ্রহণ করে। এই দিন বিশেষ অতিথি হিসেবে প্রখ্যাত লেখক, সাহিত্যিক এবং কিশোর আলোর সম্পাদক, আনিসুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।