জাতীয় শোক দিবস উপলক্ষে রূপালী ব্যাংকের মাসব্যাপী কর্মসূচি
Published: 2022-08-03 23:00:44 BdST, Updated: 2023-09-23 06:39:11 BdST
নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে আগস্ট মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড। মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। সোমবার (১ আগস্ট) থেকে রূপালী ব্যাংক লিমিটেডের সকল কর্মকর্তা-কর্মচারী কালো ব্যাজ ধারন করেন। ব্যাংকের মাসব্যাপী এই কর্মসূচির মধ্যে রয়েছে- ১৫ আগষ্ট ব্যাংক ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, ব্যাংকের প্রধান কার্যালয়ে বিশেষ ব্যানার স্থাপন, জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় জাতীয় শোক দিবস পালনের বিষয় আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া, এতিমদের মধ্যে খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা।
এই দিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পবিত্র কোরআনখানি, মিলাদ মাহফিল এবং বঙ্গবন্ধু-সহ ১৫ আগস্টে নিহতদের রুহের উদ্দেশে মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। কর্মসূচিতে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। এই সময় তিনি ব্যাংকের কর্মকর্তাদের কাছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার আহবান জানান। সেই সঙ্গে তিনি বাংলাদেশের আজকের উন্নয়নের পেছনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে দূরদর্শিতা রয়েছে তার বিভিন্ন দিক তুলে ধরেন। ব্যাংকের এমডি বলেন “গুজবে দিওনা কান, কাজে দাও মন, অব্যাহত উন্নয়নে শক্ত পাটাতন।”
অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি খান ইকবাল হোসেন, জিএম কাজী আবদুর রহমান, মো. হারুন অর রশিদ, কাজী ওয়াহিদুল ইসলাম, ফয়েজ আলম, ইকবাল হোসেন খাঁ-সহ ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জাতীয় শ্রমিক লীগের অর্থ সম্পাদক ও রূপালী ব্যাংক সিবিএ সেক্রেটারি মো. মহিউদ্দিনের নেতৃত্বে রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ), এক্সিকিউটিভ ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ এবং বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদও কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে অংশ নেন।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।