শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় কৌশল সম্মেলন অনুষ্ঠিত


Published: 2023-01-16 02:08:27 BdST, Updated: 2024-04-20 00:49:44 BdST


বিজনেস ওয়াচ ডেস্ক : মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং, এসএমই ও ট্রেজারি বিভাগের বার্ষিক ব্যবসায় কৌশল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে ব্যবসা পর্যালোচনা সভার উদ্বোধন করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন সভায় বিশেষ অতিথি এবং সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান জাভেদ তারেক খান, ট্রেজারি বিভাগের প্রধান নাজমুল আহসানসহ ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিটগুলোর প্রধান ও আরএম এবং এসএমই বিভাগের প্রধান আহসান জামিল হোসেন ২০২৩ সালের জন্য তাদের ব্যবসায় কৌশল উপস্থাপন করেন। ব্যাংকের সিনিয়র ম্যানেজম্যান্ট টিম এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান সম্মেলনে উপস্থিত ছিলেন। সভায় ২০২২ সালের ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ট্রেজারি ও এসএমই বিভাগের পারফমেন্স মূল্যায়ন করা হয়। এছাড়াও এই তিন বিভাগের ২০২৩ সালের বার্ষিক বাজেট মূল্যায়ন করা হয় এবং বাজেট অর্জনের কৌশল নিয়ে পর্যালোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

সম্মেলনে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশিকা মেনে চলা, সম্পদের গুণগতমান বজায় রাখা, নন-পারফরমিং লোন আদায় নিশ্চিত করা, শেয়ারহোল্ডারদের বিনিয়াগের রিটার্ন ডেলিভারি করা, পরিষেবায় দক্ষতা ও উৎকর্ষ নিশ্চিত করা এবং গ্রাহকদের আর্থিক লক্ষ্য পূরণে সহায়তার আহ্বান জানানো হয়।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।