কর্মীদের জন্য যোগব্যায়ামের ক্লাস চালু করল ব্র্যাক ব্যাংক
Published: 2023-05-07 19:22:00 BdST, Updated: 2025-05-09 14:23:48 BdST
নিজস্ব প্রতিবেদক : প্রতিষ্ঠানে সুস্থতার সংস্কৃতি ছড়িয়ে দিতে কর্মকর্তাদের জন্য যোগব্যায়ামের ক্লাস চালু করেছে ব্র্যাক ব্যাংক। কর্মকর্তাদের মধ্যে মনদৈহিক সুস্থতার মানসিকতাকে উৎসাহ দিতে এ উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। ৮৯ বছর বয়সী অভিজ্ঞ ইউগি শামীম মাহবুব এ ক্লাস পরিচালনা করবেন, যার আছে ৪৬ বছর ধরে যোগব্যায়াম অনুশীলনের জ্ঞান এবং অভিজ্ঞতা। তিনি প্রতি সপ্তাহে তিনটি করে ক্লাস পরিচালনা করবেন। যা ব্র্যাক ব্যাংকের সব সহকর্মীদের জন্য উন্মুক্ত।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন বলেন, আমরা বিশ্বাস করি, আমাদের সহকর্মীদের সুস্থতা তাদের ব্যক্তিগত এবং পেশাগত উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মকর্তাদের জন্য একটি স্বাস্থ্যকর এবং ভারসাম্যপূর্ণ কাজের পরিবেশ তৈরির লক্ষ্যে যোগব্যায়ামের ক্লাস চালু করা হয়েছে। শামীম মাহবুবকে আমাদের প্রশিক্ষক হিসেবে পেয়ে আমরা আমরা আনন্দিত। একইসঙ্গে এ উদ্যোগটি আমাদের সহকর্মীদের ওপর যে ইতিবাচক প্রভাব ফেলবে তা দেখার জন্য আমরা উন্মুখ।
প্রশিক্ষক শামীম মাহবুব বলেন, যোগব্যায়াম মানব জীবনের জন্য একটি অপরিহার্য অভ্যাস। এটি মন আর শরীরকে সুস্থ ও ভারসাম্যপূর্ণ রাখতে সাহায্য করে। ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাদের যোগব্যায়াম শেখাতে আমাকে দায়িত্ব দেওয়ায় আমি আনন্দিত। আমি বিশ্বাস করি, এ উদ্যোগটি ব্যাংকের কর্মকর্তাদের শারীরিক ও মানসিক সুস্থতা উন্নত করতে এবং তাদের কর্মক্ষমতা ও সৃজনশীলতা বাড়াতে সাহায্য করবে।
যোগব্যায়াম ক্লাসের প্রবর্তন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাদের জন্য একটি ইতিবাচক কাজের পরিবেশ তৈরির চলমান অঙ্গীকারের অংশ। ব্যাংক বিশ্বাস করে, প্রতিষ্ঠানের উন্নতি এবং সাফল্যের জন্য সুস্থ ও উজ্জীবিত মানবসম্পদ অত্যাবশ্যক।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।