শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ক্ষুদ্র ব্যবসায়ীরা ঋণ পরিশোধে খুবই আগ্রহী: সিইও, আইডিএলসি ফাইন্যান্স


Published: 2023-09-14 18:44:24 BdST, Updated: 2024-07-27 08:55:49 BdST


নিজস্ব প্রতিবেদক : দেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা ঋণ পরিশোধে খুবই আগ্রহী বলে মন্তব্য করেছেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম জামাল উদ্দিন। তিনি আরো বলেন, ঋণ পরিশোধের জন্য তাদের প্রয়োজন ব্যবসাকে সঠিকভাবে পরিচালনা। তারা সেটাও করছেন, ঋণও পরিশোধ করছেন। এজন্য এসএমই খাতে আইডিএলসি যে পরিমাণ অর্থায়ন করেছে তা আরো বৃদ্ধি করবেন তিনি।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘এনবিএফআই সংযোগ ২০২৩’ শীর্ষক আয়োজনে এ মন্তব্য করেন জামাল উদ্দিন। বণিক বার্তা ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) যৌথ উদ্যোগে এ সংযোগ আয়োজিত হয়েছে।

এম জামাল উদ্দিন বলেন, সারাদেশের নন ব্যাংকিং আর্থিক খাত ভোগান্তির শিকার হচ্ছে তা নয়, পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রি ভুক্তভোগী এখন। পুরো ব্যাংক খাতের এনপিএল (নন পারফর্মিং লোন) এবং এনবিএফআইর এনপিল নেতিবাচক। এনপিএলের এ অবস্থা হওয়ার পরও আমরা কি সেবা কমিয়ে দিয়েছি। না, বরং আমরা সেবা আরো বাড়িয়ে দিয়েছি। আমাদের গ্রাহকদের ফাইন্যান্সিং চাহিদা পূরণ করে যাচ্ছি।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।