ইউনিয়ন ব্যাংকের নবোদয় উপশাখার উদ্বোধন
Published: 2023-09-26 11:30:34 BdST, Updated: 2025-05-09 10:12:35 BdST
বিজনেস ওয়চে ডেস্ক : শরীআহ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে ঢাকার আদাবরে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের নবোদয় উপশাখা শুভ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের প্রধান কার্যালয় গুলশান ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবোদয় উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসটি এর চেয়ারপারসন প্রফেসর ড. শাহিদা রফিক, ইউনিয়ন ব্যাংকের এসইভিপি গোলাম মোস্তফা, নবোদয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, মোমেন টাচ প্রোপার্টিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. নাজিমুদ্দিন বাবুল। এছাড়া, উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।