শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২০০ কলেজে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ হচ্ছে


Published: 2018-07-29 19:14:42 BdST, Updated: 2024-04-20 09:45:51 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক:   ২ হাজার ৫১১ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ২০০ কলেজে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ হচ্ছে।বিজ্ঞান শাখায় পরীক্ষার্থী হ্রাস পাওয়ায় এ প্রকল্প হাতে নেয়া হয়। আজ রোববার (২৯ জুলাই) ১৯৯০ থেকে ২০১৩ সালের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার তুলনায় বিজ্ঞান শাখায় ১১ দশমিক ১২ শতাংশ পরীক্ষার্থী হ্রাস পেয়েছে। এ পরিস্থিতিতে দেশে বিজ্ঞান শিক্ষার প্রতিবন্ধকতা দূর করার জন্য দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য দেশের ২০০টি সরকারি কলেজে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে  প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়। সরাসরি সরকারি অর্থায়নে  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সারা দেশে এ প্রকল্প বাস্তবায়ন করবে।প্রকল্পের মেয়াদকাল হবে জানুয়ারি, ২০১৭ হতে জুন, ২০২১ পর্যন্ত।

উল্লেখ্য, প্রকল্পটি ১ হাজার ৮০৫ কোটি ৫ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে জানুয়ারি ২০১৭ হতে জুন ২০২১ মেয়াদে বাস্তবায়নের জন্য গত ২১ মার্চ ২০১৭ তারিখে অনুষ্ঠিত একনেক সভায় উপস্থাপন করা হয়। উক্ত একনেক সভায় অন্যান্য শর্তসমূহের মধ্যে মাল্টিস্টোরেড কলেজগুলোর একটি আদর্শ নকশা প্রণয়ন করার শর্তে প্রকল্পটি অনুমোদন করা হয় এবং দুর্গম এলাকার স্কুলগুলোতে আবাসিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

 

প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছেঃ ২০০টি সরকারি কলেজ বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে- অবকাঠামোগত প্রাতিষ্ঠানিক সুবিধাদির সম্প্রসারণ করা; তথ্য-প্রযুক্তিগত ও বিজ্ঞান গবেষণার সুযোগ বৃদ্ধি করা; শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিকরণ। 

প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রমঃ

১৭৬টি সরকারি কলেজে ১টি করে ৬ তলা ভবন (৬ তলা ভিত বিশিষ্ট) নির্মাণ; এ সকল একাডেমিক ভবনে শিক্ষকদের জন্য কক্ষ, ক্লাস রুম, আইটি ল্যাব কাম ল্যাঙ্গুয়েজ রুম, মাল্টিপারপাস হল, কমন রুম, বিজ্ঞানাগার এর সংস্থান রাখা; ১৮টি কলেজে বিদ্যমান একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও ৬টি কলেজে একাডেমিক ভবনের সংস্কার; ৪৭টি সরকারি কলেজে (২৯টি ছাত্রীদের ও ১৮টি ছাত্রদের) ১৬৪ শয্যা বিশিষ্ট হোস্টেল নির্মাণ (৫ তলা ভিত বিশিষ্ট ৫ তলা ভবন); ২০০টি সরকারি কলেজে আইসিটি উপকরণ, আসবাবপত্র, অফিস ইকুইপমেন্ট সরবরাহ; ৪৭টি হোস্টেলের জন্য আসবাবপত্র সরবরাহ।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।