বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চীনের হেনান প্রদেশে গ্রামীণের ছয়টি শাখা উদ্বোধন করেছেন ড. ইউনূস


Published: 2017-03-03 23:05:02 BdST, Updated: 2024-04-24 02:23:10 BdST
চীনে গ্রামীণ ক্ষুদ্রঋণ কর্মসূচির ৬ শাখা উদ্বোধন
 
বিওয়াচ ডেক্স:চীনের হেনান প্রদেশে গ্রামীণ ক্ষুদ্রঋণ কর্মসূচির ছয়টি শাখা উদ্বোধন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনূস  প্রধান অতিথি হিসেবে  এ সব শাখার উদ্বোধন করেন। 
 
এই প্রদেশের দরিদ্র মানুষের জন্য এই গুরুত্বপূর্ণ আর্থিক সেবাটি চালু হলো সরকার প্রতিষ্ঠিত জংইউয়ান ব্যাংক ও গ্রামীণ চায়নার যৌথ উদ্যোগে। হেনানে অবস্থিত জংইউয়ান ব্যাংক মাত্র ২০১৪ সালে প্রতিষ্ঠিত হলেও গত বছর ব্যাংকটি ৩ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা অর্জন করেছে। গ্রামীণ চায়না পরিচালিত এই নতুন কর্মসূচির জন্য ঋণ মূলধন ও পরিচালনা ব্যয় অর্থায়ন করবে জংইউয়ান ব্যাংক। 
 
হেনান প্রদেশের জেংজুতে অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ে ব্যাংকটির চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও স্টাফদের সঙ্গে সাক্ষাৎ করতে ও সহযোগিতা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে ব্যাংকটি প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানান। চীনের কেন্দ্রস্থলে অবস্থিত তিন হাজার বছরের পুরোন ঐতিহ্যবাহী হেনান প্রদেশকে চৈনিক সভ্যতার সূতিকাগার বিবেচনা করা হয়। 
 
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাদেশিক সরকারের সিনিয়র সদস্য, ব্যাংকটির চেয়ারম্যান ও প্রেসিডেন্ট। জেংজু শহরের প্রায় ২৫০ জন বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।