শিগগিরই সমঝোতা চুক্তিবিএসইসির গবেষণা ও উন্নয়ন প্রকল্পে সহযোগীতা করবে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি
Published: 2022-11-14 04:42:07 BdST, Updated: 2024-09-17 20:57:05 BdST
নিজস্ব প্রতিবেদক: বিএসইসির গবেষণা ও উন্নয়ন প্রকল্পে সহযোগীতা করবে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি। রোববার (১৩ নভেম্বর) দুপুর ২টায় বিএসইসি’র চেয়ারম্যান মোঃ শহীদুল হক ভূঁঞা ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভাইচ- চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলামের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ সহযোগিতার আশ্বাস দেয়া হয়। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান সংস্থাটির আওতায় গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে প্রগতি ইন্ডাস্ট্রিজের বাংলা কার তৈরি, বরগুনা জেলার তালতলী উপজেলায় পরিবেশ বান্ধব জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন এবং পটুয়াখালীতে একটি আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ কারখানা স্থাপন প্রকল্পে আইইউটির পক্ষ থেকে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে সহযোগীতা করার আহবান জানান। এসময় আইইউটির ভাইচ- চ্যান্সেলর বিএসইসির প্রকল্পের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে (আরএনডি) সহযোগীতার লক্ষে একসাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। এ লক্ষে দুইটি প্রতিষ্ঠানের মধ্যে শিগগিরই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। এসময় বিএসইসির পরিচালক অর্থ মোঃ মনিরুল ইসলাম, সচিব প্রকৌ. মোঃ নাজমুল হক প্রধান এবং প্রগতির ব্যবস্থাপনা পরিচালক শরিফ মোহাম্মদ মাসুদ উপস্থিত ছিলেন।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।