শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানবসম্পদ খাতে আরো সহযোগিতার আশ্বাস দিলো কুয়েত


Published: 2018-03-06 20:45:16 BdST, Updated: 2024-04-19 01:09:30 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক:  তেলসমৃদ্ধ দেশ কুয়েতের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের অবদানের কথা স্বীকার করে বাংলাদেশের মানবসম্পদ খাতে আরো সহযোগিতার আশ্বাস দিয়েছে কুয়েত। কুয়েত সিটিতে সোমবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী খালেদ সুলায়মান আল জারাল্লাহ’র বৈঠককালে কুয়েত এই আশ্বাস দেয়। আজ বাংলাদেশে প্রাপ্ত এক বার্তায় একথা বলা হয়।

বৈঠককালে উভয় পক্ষ কুয়েতমুখী বাংলাদেশী শ্রমিকদের জন্য একটি সেরা কেন্দ্র প্রতিষ্ঠায় একত্রে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে।

কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী তার দেশে বাংলাদেশী কমিউনিটির সদস্যরা যেসব সমস্যার মোকাবেলা করছে, তা সমাধানের আশ্বাস দেন।

দু’দেশের মধ্যে সম্পর্ককে ‘অতি চমৎকার’ উল্লেখ করে উভয় পক্ষ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও বিদ্যুৎ, প্রতিরক্ষা, মানবসম্পদ, অবকাঠামো এবং ব্লু ইকোনমিক মতো খাতে অংশীদারিত্বের সুযোগ সম্প্রসারণে সম্মত হয়েছে।

তারা গভীর শ্রদ্ধার সঙ্গে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহ’র মধ্যে সম্পর্কের কথা স্মরণ করেন। যা দু’দেশের মধ্যে সম্পর্কের ভিত্তি তৈরি করেছিল।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কুয়েতের উন্নয়ন সহায়তার প্রশংসা করেন। এ সময় কুয়েতের উপমন্ত্রী সহযোগিতা অব্যাহত এবং ভবিষ্যতে আরো বাড়ানোর আশ্বাস দেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।