শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারত থেকে কেনা ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির মেয়াদ বাড়ানো হচ্ছে


Published: 2017-07-23 20:00:25 BdST, Updated: 2024-04-27 01:52:51 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক:ভারতের খোলা বাজার থেকে কেনা ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির মেয়াদ বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সভা।বুধবার(২০জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে কমিটির বৈঠকে ওই প্রস্তাবসহ আরো কয়েকটি প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। এর মধ্যে ভারতের খোলাবাজার থেকে পাওয়ার ট্রেডিং করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে কেনা ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির মেয়াদ ছয় মাস বাড়ানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে। এতে প্রতি কিলোওয়াটের দাম নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ০৬ পয়সা।

এছাড়া পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ২৫ লাখ গ্রাহক সংযোগ প্রকল্পের আওতায় ২৬ হাজার ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কেনার প্রস্তাব ক্রয় কমিটি অনুমোদন দিয়েছে। ভারতের তোশিবা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লিমিডেট দুই লটে ১৮২ কোটি ৯১ লাখ টাকায় এসব ট্রান্সফরমার সরবারহ করবে।

অতিরিক্ত সচিব আরো জানান, পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ প্রকল্পের আওতায় কনডাকটর, এসিএসআর কেনার একটি প্রস্তাবও ক্রয় কমিটি অনুমোদন দিয়েছে। পাঁচটি লটে চারটি প্রতিষ্ঠান ৩৪৬ কোটি ৪৯ লাখ টাকায় এসব যন্ত্রপাতি সরবরাহ করবে।

এ প্রকল্পের আওতায় ২৩ হাজার ২১০টি ডিস্ট্রিবিউশন টান্সফরমার কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। সর্বনিম্ন দরদাতা হিসেবে বাংলাদেশের টিএস ট্রান্সফর্মাস লিমিটেড ১৭০ কোটি ২৫ লাখ টাকায় এসব যন্ত্রপাতি সরবারহের কাজ পেয়েছে।

পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ প্রকল্পের আওতায় ১ লাখ ১৫ হাজার ৪২০টি এসপিসি পোল কেনার প্রস্তাব ক্রয় কমিটির অনুমোদন পেয়েছে।

জেমকন লিমিটেড ও শেলটেক টোকনোলজিস লিমিটেড দুই লটে ২২৩ কোটি ৮৬ লাখ টাকায় এসব খুঁটি সরবারহ করবে।

পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ চট্টগ্রাম-সিলেট বিভাগীয় কার্যক্রম-২ প্রকল্পের একটি সাব-প্যাকেজের আওতায় দুটি লটে দুটি ৩৩/১১ কেভি সাব-স্টেশন নির্মাণের প্রস্তাব ওইদিন অনুমোদন পেয়েছে।

মেসার্স এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ১৯ কোটি ১ লাখ ৩৪ হাজার টাকা করে একেকটি সাব-স্টেশন নির্মাণের কাজ পেয়েছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।