মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

স্মার্ট বাংলাদেশের সাথে গতিশীল পুঁজিবাজার পাব : ডিএসই চেয়ারম্যান


Published: 2023-11-02 13:32:21 BdST, Updated: 2024-04-30 00:43:40 BdST


নিজস্ব প্রতিবেদক : আগামীতে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের সাথে সাথে আমরা একটি গতিশীল পুঁজিবাজার পাব বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু। তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজার উদীয়মান। বাংলাদেশে বিনিয়োগের জন্য পুঁজিবাজার হলো অন্যতম প্রধান খাত। বাংলাদেশে বর্তমানে উদ্ভাবনী প্রকল্পসমূহে এবং স্মার্ট বাংলাদেশের সাথে সঙ্গতিমূলক প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে। ডিএসই’র এখন বাজার মূলধন হলো ৮০ বিলিয়ন ডলার।

সোমবার (৩০ অক্টোবর) জার্মানির বার্লিনে আয়োজিত ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক রোড শোর পরবর্তী প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের সাথে বাংলাদেশে বিনিয়োগ বিষয়ক বৈঠতে তিনি এসব কথা বলেন। বুধবার (১ নভেম্বর) ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠককালে ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু বলেন, বর্তমান বাংলাদেশ খুবই সম্ভাবনাময় একটি দেশ। বর্তমান সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার জন্য কাজ করছে। স্মার্ট বাংলাদেশের অন্যতম উপাদান হলো স্মার্ট টেকনোলজি ও স্মার্ট ইকোনমি। স্মার্ট ইকোনমির দুইটি খাত রয়েছে। একটি হলো ক্যাপিটাল মার্কেট, অন্যটি হলো মানি মার্কেট। স্মার্ট ইকোনমি বিনির্মানে উভয় খাতের অবদান রয়েছে। ইতোমধ্যে আমারা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছি এবং দেশে প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এরপরও আরও কিছু প্রযুক্তি সংযোজন করতে হবে।

তিনি বলেন, আমরা ব্র্যাসেলস স্টক এক্সচেঞ্জের সাথে বাংলাদের পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়ে আলোচনা করবো। আগামীতে স্মার্ট বাংলাদেশ বাস্তাবায়নের সাথে সাথে আমরা একটি গতিশীল পুঁজিবাজার পাব, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ড. হাসান বাবু প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করে বিনিয়োগের আহ্বান জানান৷ ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুর নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদল রোড শোতে অংশগ্রহণ করেন৷ প্রতিনিধিদলে ছিলেন ডিএসই’র পরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন, মো. শাকিল রিজভী, শরিফ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ, প্রধান আর্থিক কর্মকর্তা আহমদ শাহ এবং সিনিয়র জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।