বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্যবসা ও বিনিয়োগ উন্নয়নে একসঙ্গে ঢাকা ও কলকাতার দুই চেম্বার


Published: 2023-03-20 19:31:48 BdST, Updated: 2024-04-24 14:35:35 BdST


নিজস্ব প্রতিবেদক:দুদেশের ব্যবসা-বাণিজ্যের তথ্য আদান প্রদান করা হবে, সহযোগিতা সম্প্রসারণ এবং ব্যবসা ও বিনিয়োগ উন্নয়নে কাজ করবে বাংলাদেশ-ভারতের দুই চেম্বার। এ লক্ষ্যে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজ (বিসিআই) ও ভারত চেম্বার অব কমার্স (বিসিসি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। রোববার ( ১৯ মার্চ) বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) এবং বিসিসি সভাপতি এন.জি. খৈতান বিসিসি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সমঝোতার আওতায় ভারত চেম্বার তাদের অফিসে ‘ঢাকা ডেক্স’ এবং বিসিআই অফিসে ‘কলকাতা ডেক্স’ নামে দুটি পৃথক ডেস্ক স্থাপন করা হবে। এ ডেস্ক বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত বাণিজ্য মেলা, প্রদর্শনী এবং সেমিনারে অংশগ্রহণের সুযোগ সম্পর্কে তথ্য আদান প্রদান করবে, সর্বোপরি দুদেশের ব্যবসা এবং বিনিয়োগ উন্নয়নে কাজ করবে দুই চেম্বার। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিসিআই সভাপতি আগত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশে বর্তমানে লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি ভিত্তিক শিল্প খাত, ব্লু ইকোনমি, তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাত রয়েছে যেখানে ইন্ডিয়া সহযোগিতা করতে পারে এবং যৌথ উদ্যোগে কাজ করতে পারে। প্রযুক্তিগত এবং স্কিল ডেভেলপমেন্ট ও ট্রেনিং নিয়ে কাজ করার সুযোগ রয়েছে।
এসময় ভারত চেম্বারের সভাপতি বলেন, বাংলাদেশ ও ইন্ডিয়া দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ এবং ঘনবসতিপূর্ণ দেশ। এখানে বিশাল ভোক্তা শ্রেণি আমাদের শক্তির জায়গা। আমরা স্কিল ডেভেলপমেন্ট ও ট্রেনিং, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি ভিত্তিক শিল্প খাতসহ সম্ভাবনাময় খাত নিয়ে আমরা যৌথ উদ্যোগে কাজ শুরু করবো। ভারত চেম্বার আগামী বছর কলকাতায় বিজনেস সামিট আয়োজন করতে চায় এই সামিটে সকলকে আমন্ত্রন জানানো হয়।
অনুষ্ঠানে বিসিআই’র উর্দ্ধতন সহসভাপতি, প্রীতি চক্রবর্তী, সহসভাপতি, মোহাম্মদ ইউনুছ, পরিচালক শহীদুল ইসলাম নিরু, ড. দেলোয়ার হোসেন রাজা, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. মোহাব্বত উল্লাহ, জিয়া হায়দার মিঠু, ড. যশোদা জীবন দেব নাথ, মো. শাহিদ আলম, রুসলান নাসির, মো. খায়ের মিয়া, নাজমুল আনোয়ার, মোহাম্মদ ইসহাকুল হোসেন সুইট, মো. সেলিম জাহান উপস্থিত ছিলেন এবং ভারত চেম্বারের উর্দ্ধতন সহ-সভাপতি, নরেশ পচিসিয়া, রাজকুমার আগরওয়াল, সদস্যবর্গ বিক্রম তাঁতিয়া, সোমেশ দাশগুপ্ত, অরিন্দম মুখোপাধ্যায়, রাঘবেন্দ্র গুপ্ত, রমেশ কুমার মহেশ্বরী, হেমন্ত খৈতান, মিসেস কেকা শর্মা, মহাসচিব ও অভিক রায়, সচিব উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বিসিআই সভাপতি এবং বিসিসি এর সভাপতির নেতৃত্বে প্রতিনিধিদল বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, এমপি, পররাষ্ট্র প্রতি মন্ত্রী মো. শাহরিয়ার আলম, এমপি সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালীন সময়ে দু-দেশের ব্যবসা বাণিজ্য উন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেন। এর আগে বিসিআই এর আমন্ত্রণে গত ১৮ মার্চ ৩দিনের সফরে ভারত চেম্বারের সভাপতি এন.জি. খৈতানের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসে পৌছায়। সফরকালীন সময়ে প্রতিনিধিরা বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, এমপি, পররাষ্ট্র প্রতি মন্ত্রী মো. শাহরিয়ার আলম, এমপি, বেজা চেয়ারম্যান, বিডা চেয়ারম্যান, শিল্প সচিব এবং এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাত এবং ব্যবসায়ী মহলের সাথে একটি বি২বি সভায় মিলিত হবেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।