মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ডিএসইএক্স সূচকের সামান্য উত্থান হলেও লেনদেনের পতন অব্যাহত


Published: 2022-06-23 23:28:51 BdST, Updated: 2024-03-19 08:27:58 BdST

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে পুঁজিবাজারে টানা পতনের পর গতকাল বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। তবে এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সামান্য বাড়লেও ডিএস৩০ সূচক কমার পাশাপাশি লেনদেন কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ১৪ পয়েন্ট বা দশমিক ০৯ শতাংশ বেড়ে ছয় হাজার ৩১৭ দশমিক ৮০ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ বেড়ে এক হাজার ৩৮১ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ১ দশমিক ৪৬ পয়েন্ট বা দশমিক ০৬ শতাংশ কমে দুই হাজার ২৯৩ দশমিক ৯৫ পয়েন্টে স্থির হয়।

ডিএসইতে এদিন মোট ৩৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৯৩টির এবং কমেছে ১২৩টির। বাকি ৬৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৬৯৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭২৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে ৩১ কোটি ৫১ লাখ টাকা। ডিএসইতে এদিন ১৮ কোটি ৩১ লাখ ১০ হাজার ১৯টি শেয়ার এক লাখ ৩১ হাজার ৮৩১ বার হাতবদল হয়।

ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৪৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা কমেছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ২৫ কোটি ৯৫ লাখ, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানির ১৮ কোটি ১৮ লাখ, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ১৭ কোটি ৮৮ লাখ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ১৫ কোটি ৬৬ লাখ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৪ কোটি ৬৬ লাখ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ১১ কোটি ৫০ লাখ, ব্র্যাক ব্যাংক লিমিটেডের ১১ কোটি ১৭ লাখ, ফু-ওয়াং ফুড লিমিটেডের ১০ কোটি ৯৮ লাখ এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ১০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে গতকাল ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। এর পরের অবস্থানে থাকা মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানির ৯ দশমিক ৭৬ শতাংশ ও সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের ৮ দশমিক ৫৯ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ৭৬ শতাংশ, ফাইন ফুডস লিমিটেডের ৫ দশমিক ২৭ শতাংশ, ইনটেক লিমিটেডের ৪ দশমিক ৬০ শতাংশ এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪ দশমিক ৫৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৬ দশমিক ১৫ পয়েন্ট বা দশমিক ০৫ শতাংশ বেড়ে ১১ হাজার ১৫২ দশমিক ১৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১১ দশমিক ১৯ পয়েন্ট বা দশমিক ০৬ শতাংশ বেড়ে ১৮ হাজার ৬০২ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১১২টির, কমেছে ১১৮টির এবং ৪৭টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে ৩৮ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৬ কোটি ২৭ লাখ টাকার। অর্থাৎ সিএসইতে গতকাল লেনদেন কমেছে ১৭ কোটি ৯৯ লাখ টাকা।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।