শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ ঘোষণা


Published: 2022-11-21 02:21:29 BdST, Updated: 2024-04-26 12:47:46 BdST


নিজস্ব প্রতিবেদক : শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। রোববার (২০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য মতে, কোম্পানিটির বিদায়ী বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। সেখান থেকে সাধারণ বিনিয়োগকারীদের ৯ কোটি ৫৩ লাখ ৯২ হাজার ৫৪৭টি শেয়ার বিপরীতে ২০ পয়সা করে মোট ১ কোটি ৯০ লাখ ৭৮ টাকা ৫০৯ পয়সা সাধারণ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বাবদ দেবে।

এর আগের বছর ২০২১ সালের কোম্পানির ইপিএস হয়েছিল ৩৮ পয়সা। সেই সময়ও ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল শেয়ারহোল্ডারদের। কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৯ টাকা ৪০ পয়সা। পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির ডিসেম্বর বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ ডিসেম্বর।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।