শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দেবে গ্লোবাল হেভি


Published: 2022-11-30 03:01:09 BdST, Updated: 2024-04-19 12:34:18 BdST


নিজস্ব প্রতিবেদক : লোকসানে থেকেও শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত বছরের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। তাতে ২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৬৮ পয়সা। কোম্পানিটি তার রিজার্ভ ফান্ড থেকে ২০ পয়সা করে সাধারণ শেয়ারহোল্ডারদের ৪৫ লাখ ২১ হাজার টাকা দেবে। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ২০ লাখ। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের ৪ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার শেয়ার। আর বাকি শেয়ার হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ ডিসেম্বর।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।