শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিলকো ফার্মার মুনাফা কমেছে


Published: 2022-11-30 23:12:32 BdST, Updated: 2024-04-27 04:38:20 BdST


নিজস্ব প্রতিবেদক : নতুন অর্থবছরের প্রথম প্রান্তিকে আগের বছরের তুলনায় মুনাফা কমেছে পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। কোম্পানির অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যা বুধবার (৩০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশ করা হয়েছে। ডিএসইর তথ্য মতে, ২০২২-২৩ অর্থবছরে সিলকো ফার্মার শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ছিল ৩৪ পয়সা। অর্থাৎ ইপিএস আগের বছরের চেয়ে ৫ পয়সা কমেছে। জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ২৮ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ২১ টাকা ৯৬ পয়সা।

এদিকে জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সময়ে কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। আগের বছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য ১০ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ৫ ডিসেম্বর। বিদায়ী বছরের সিলকো ফার্মাসিউটিক্যালসের ইপিএস ছিল ৮১ পয়সা। একই সময়ে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৯৫ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২১ টাকা ৮৫ পয়সায়।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।