বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ বাড়লো


Published: 2023-01-10 02:47:23 BdST, Updated: 2024-04-17 01:55:30 BdST


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। এর ফলে ৭৯ দফা কোম্পানির লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হলো। সোমবার (৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ার লেনদেন আরও ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সে হিসেবে ৯ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত কোম্পানির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।

এর আগে সর্বশেষ ৭৮ দফায় ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত কোম্পানির লেনদেন বন্ধ ছিলো। এর আগে আরও ৭৭ দফা কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছিলো। প্রথম দফায় ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিলো।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।