ব্লকে ৪১ কোটি টাকার লেনদেন
Published: 2023-08-30 17:45:18 BdST, Updated: 2023-09-25 08:51:20 BdST
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৫৯টি কোম্পানির সসর্বমোট ৭৬ লাখ ২৪ হাজার ৬২৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪১ কোটি ২৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, মঙ্গলবার (২৯ আগস্ট) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এমারেল্ড অয়েল লিমিটেডের। কোম্পানিটির ৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সোনালী পেপারের ৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আর ৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।
এছাড়া, ব্লকে আজ লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিএটিবিসি ১ কোটি ৩২ লাখ, বেক্সিমকো ফার্মা ২ কোটি ৪৬ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ১ কোটি ৪৪ লাখ, ফাইন ফুডস ১ কোটি ১৫ লাখ, জেমিনি সী ফুড ২ কোটি ৩৮ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং ২ কোটি ৩৪ লাখ, রেনেটা ১ কোটি ২২ লাখ, স্যালভো কেমিক্যাল ১ কোটি ৯৩ লাখ, সী পার্ল বীচ ২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।