শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

অগ্রণী ইন্স্যুরেন্সের বোনাস লভ্যাংশ দেওয়ায় বিএসইসি’র সম্মতি


Published: 2023-09-13 18:03:38 BdST, Updated: 2024-07-27 05:25:27 BdST


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৮ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ।

আইন অনুযায়ী, বিএসইসি’র অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ দিতে পারে না। তাই, বোনাস শেয়ার ঘোষণার পর তা দেওয়ার লক্ষ্যে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে বোনাস লভ্যাংশ দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে। বোনাস লভ্যাংশ বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ২১ সেপ্টেম্বর।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।