জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
Published: 2023-09-24 14:02:27 BdST, Updated: 2025-05-09 10:03:32 BdST
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদন করেছে। কোম্পানিটি নারায়ণগঞ্জ সোনারগাঁতে নিলামের মাধ্যমে ৩৭ ডেসিমেল জমি কেনার সুযোগ পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটি ব্যাংক এশিয়া, প্রগতি স্বরনী শাখা ও অন্যান্য জমির সাথে নিলাম করেছে। এই জমি কোম্পানিটির লোলাটিতে বিস্কুট অ্যান্ড কনফেকশোনারি ইউনিটের পাশে অবস্থিত।
৩৭ ডেসিমেল জমি কিনতে অলিম্পিকের ৯২ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হবে। রেজিমেস্ট্রশন ও অন্যান্য খরচ বাবদ ১৩ লাখ ৪১ হাজার ২৫০ টাকা ব্যয় হবে। মোট জমি কিনতে কোম্পানিটির ব্যয়ের পরিমাণ দাঁড়াচ্ছে ১ কোটি ৫ লাখ ৯১ হাজার ২৫০ টাকা। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ আরও ৩০.৭৫ ডেসিমেল জমি সোনারগাঁও উপজেলায় বিস্কুট অ্যান্ড কনফেকশনারি ইউনিটের পাশে কিনবে। রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ জমি কিনতে কোম্পানিটির মোট ১ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার টাকা ব্যয় হবে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।