শুক্রবার, ৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

টানা তিন দিন বন্ধ পুঁজিবাজার


Published: 2023-09-27 11:56:32 BdST, Updated: 2025-05-09 11:23:16 BdST


বিজনেস ওয়াচ ডেস্ক : সাপ্তাহিক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে আগামী তিন দিন দেশের পুঁজিবাজার বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আগামীকাল বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হবে। দিনটিতে সরকারী ছুটি ঘোষণা করায় ব্যাংক,বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ সব অফিস- আদালত বন্ধ থাকবে।

এছাড়া, শুক্র ও শনিবার দেশের ব্যাংকসহ পুঁজিবাজারের সাপ্তাহিক ছুটি। ফলে টানা তিন দিন বন্ধ থাকবে দেশের উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। আগামী রোববার (১ অক্টোবর) থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।