বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৫০০ কোটি টাকার বন্ড ছাড়তে চায় প্রিমিয়ার ব্যাংক


Published: 2019-05-09 19:55:25 BdST, Updated: 2024-04-25 21:00:42 BdST

 বিজনেস ওয়াচ প্রতিবেদক: :

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার নন কনভার্টাইবেল বন্ড ছাড়তে চায়। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে এ বন্ড ছাড়া হবে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

ব্যাংকটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে ডিএসই জানায়, বেসেল-৩ এর টায়ার-২ শর্ত পূরণের লক্ষ্যে পরিচালন মূলধন তহবিল বৃদ্ধি করতে নন কনভার্টাইবেল বন্ড ছাড়া হবে। ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর, এ বন্ড ছাড়তে পারবে ব্যাংকটি।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।