শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের মানব সম্পদ পেশাজীবিদের সংগঠন বিএসএইচআরএমের নির্বাচন স্থগিত


Published: 2023-01-26 22:29:13 BdST, Updated: 2024-04-26 06:27:04 BdST


নিজস্ব প্রতিবেদক: মানব সম্পদ পেশাজীবিদের সংগঠন 'বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের (বি,এস,এইচ,আর,এম) নির্বাচনে স্থগিতাদেশ দিয়েছে চট্টগ্রামের ১ম যুগ্ম জেলা জজ আদালত। সংগঠনের চট্টগ্রাম চ্যাপ্টারের ২১৮ জন ভোটারকে আসন্ন নির্বাচনের বাইরে রেখে ভোটার তালিকা প্রকাশ করায় চট্টগ্রাম চ্যাপ্টারের কার্যকরী কমিটি মেম্বারদের পক্ষে আদালতের শরনাপন্ন হলে আদালত বুধবার ২৫ জানুয়ারি এ স্থগিতাদেশ দেন। ২৭ জানুয়ারী শুক্রবার এ নির্বাচন হওয়ার কথা ছিল।
উল্লেখ্য, বিএসএইচআরএম বাংলাদেশের মানব সম্পদ পেশাজীবিদের সবচেয়ে পুরনো এবং সর্ববৃহৎ সংগঠন। ২০১৮ সালের ৬ জুলাই এ সংগঠনের সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে উক্ত সোসাইটির চট্টগ্রাম চ্যাপ্টার কেন্দ্রীয় কমিটি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। গঠনতন্ত্র অনুসারে দুই বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নিয়ম থাকলেও আড়াই বছর আগে মেয়াদোত্তীর্ণ প্রেসিডেন্ট মাশেকুর রহমান খান এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নানান অযুহাতে ক্ষমতা আঁকড়ে ধরে রাখেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এর চাপে ২৭ জানুয়ারী ২০২৩ নির্বাচনের তারিখ ঘোষণা করলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে চট্টগ্রাম চ্যাপ্টারের ২১৮ জন ভোটারকে আসন্ন নির্বাচনের বাইরে রেখে ভোটার তালিকা প্রকাশ করে। এতে ক্ষুব্ধ হয়ে অধিকার আদায়ের জন্য চট্টগ্রাম চ্যাপ্টার এর কার্যকরী কমিটি মেম্বারদের পক্ষে আদালতের শরনাপন্ন হন এবং বিজ্ঞ আদালত তাদের অধিকার রক্ষার্থে বিএসএইচআরএম এর আসন্ন ২৭ জানুয়ারী ২০২৩ সালে অনুষ্ঠিতব্য এক তরফা নির্বাচনের উপর নিষেধাজ্ঞা জারি করেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।