শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দক্ষ মানবসম্পদ তৈরিতে মালয়েশিয়ার সহায়তা চায় এফবিসিসিআই


Published: 2018-11-07 20:42:55 BdST, Updated: 2024-04-26 06:03:00 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক: এফবিসিসিআই বেসরকারি ইনস্টিটিউটে প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতায় মানবসম্পদ গড়ে তুলতে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।  ৭ নভেম্বর  বুধবার এফবিসিসিআই ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিমের সঙ্গে বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার নূর আশিকিন বিনতে মোহা. তায়ীবের সাক্ষাৎকালে এ আহ্বান জানানো হয়।

শেখ ফজলে ফাহিম বলেন, দেশের  বিজনেস ওয়াচ চাকরির বাজারের কথা মাথায় রেখে এফবিসিসিআই ইনস্টিটিউট থেকে প্রযুক্তি ও কারিগরি জ্ঞানসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। সম্প্রতি স্থাপিত এফবিসিসিআই বেসরকারি ইনস্টিটিউটে প্রযুক্তিগত ও কারিকুলাম সহায়তার জন্য মালয়েশীয় কারিগরি প্রতিষ্ঠানের সহায়তা চান তিনি। এ সময় দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নের পাশাপাশি অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে মালয়েশিয়ার অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন এফবিসিসিআই ভারপ্রাপ্ত সভাপতি।

হাইকমিশনার নূর আশিকিন বিনতে তায়ীব বলেন, ১১-১২ নভেম্বর ঢাকায় মালয়েশিয়ার ১৫টি বাণিজ্য প্রতিষ্ঠানের এক্সপোর্ট এক্সিলেশন মিশন আয়োজনে এফবিসিসিআইয়ের সহায়তা চান। এ সময় দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য যে, উক্ত ১৫টি মালয়েশীয় প্রতিষ্ঠান বিনিয়োগ, রপ্তানি এবং ভোগ্যপণ্য উৎপাদনে নিয়োজিত। বাংলাদেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা এবং বাংলাদেশে মালয়েশিয়ার বাণিজ্য সম্প্রসারণ ও যৌথ বিনয়োগের লক্ষ্যে এ মিশনের আয়োজন করা হচ্ছে। উল্লেখ্য যে, ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ ২৩২.৪২মিলিয়ন মার্কিন ডলারের পণ্য মালয়েশিয়ায় রপ্তানি করে এবং মালয়েশিয়া থেকে ১৩৬৩.১০মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। মালয়েশিয়ায় বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যগুলো হচ্ছে নীটওয়্যার, ওভেন গার্মেন্টস, কৃষি পণ্য, প্রকৌশল পণ্য এবং প্লাস্টিক ও রাবার সামগ্রী। আর মালয়েশিয়া থেকে মুলত প্রাণিজ ও উদ্ভিজ্জ চর্বি ও তেল, মেশিনারি এবং মেকানিক্যাল যন্ত্রপাতি আমদানি করা হয়

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।