শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ডব্লিউটিও’র সাথে নিবিড়ভাবে যোগাযোগের রাখবে এফবিসিসিআই


Published: 2019-05-06 19:53:11 BdST, Updated: 2024-04-27 09:11:42 BdST

 বিজনেস ওয়াচ প্রতিবেদক:

ডব্লিওটিও (বিশ্ব বাণিজ্য সংস্থা) থেকে ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য ও রিসোর্স প্রাপ্তির লক্ষ্যে ডব্লিউটিও’র সাথে আরও নিবিড় যোগাযোগের রাখবে এফবিসিসিআই । আজ সোমবার (৬ মে) ফবিসিসিআই কার্যালয়ে ডব্লিউটিও-তে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত, মিজ মনিক ভ্যান দালেন এবং এফবিসিসিআই নেতাদের মধ্যে অনুষ্ঠিত এক সভায় একথা জানায় এফবিসিসিআই। এসবময় রাষ্ট্রদূতও পারস্পরিক সহযোগিতা এবং সুবিধাদি প্রাপ্তির লক্ষ্যে এফবিসিসিআইকে ‘ডব্লিউটিও পাবলিক ফোরাম’ এবং ‘ডব্লিউটিও ডাটা সেন্টার’-এর সাথে সম্পৃক্ততা বৃদ্ধির পরামর্শ দেন। এফবিসিসিআই সভাপতি মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম এবং সহ-সভাপতি  মো: মুনতাকিম আশরাফ সভায় উপস্থিত ছিলেন। 

বৈঠককালে এফবিসিসিআই সভাপতি বাংলাদেশের দ্রুত অগ্রসরমান অর্থনৈতিক কার্যক্রমে দেশের বেসরকারি খাতের ভূমিকা তুলে ধরেন। দেশে বিনিয়োগের পরিবেশ আরও আকর্ষণীয় করতে এফবিসিসিআই তার সদস্য সংস্থাগুলোকে সাথে নিয়ে সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। রানা প্লাজা দূর্ঘটনার পর দেশের তৈরি পোশাক কারখানাগুলোতে নিরাপত্তা ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ উন্নতি হয়েছে। এছাড়া তিনি রাষ্ট্রদূতকে তাঁর বাংলাদেশ সফরের ইতিবাচক অভিজ্ঞতাগুলো ডব্লিউটিও-তে শেয়ার করার জন্য অনুরোধ জানান।

এসময় এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম সভায় তাঁর ডব্লিউটিও মিনিস্টেরিয়ালে অংশগ্রহণের অভিজ্ঞতা জানান। ডব্লিউটিওর সাথে সম্পৃক্ততা আরও কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে তিনি রাষ্ট্রদূতের সহায়তা কামনা করেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।