শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যমন্ত্রকের তথ্যভারতে বিক্রি হওয়া ১৮৫০ টি ওষুধের মান খুবই খারাপ


Published: 2017-02-27 04:33:27 BdST, Updated: 2024-04-19 11:12:07 BdST

বিওয়াচ ডেক্স: এবার একটি ভয়ঙ্কর তথ্য পাওয়া গেল ভারতের স্বাস্থ্যমন্ত্রকের কাছ থেকেই। এই দেশে বিক্রি হওয়া ১৮৫০ টি ওষুধ রয়েছে যার মান খুবই খারাপ। শুধু তাই নয় ১৩ টি ওষুধ আছে যা একেবারেই জাল। নতুন এই রিপোর্টে রীতিমতো আশঙ্কার আঁচ দেখতে পারছে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের ব্যবহৃত ৪৭ হাজার ১২টি ওধুধের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেখানে দেখা গেছে, সেই নমুনার মধ্যে ১৮৫০টি ওষুধেরই কোনও মান নেই। ওই সব ওষুধের মধ্যে বেশ কয়েকটি ওষুধ আবার ভারতের বাইরের কোম্পানির তৈরি। নয়ডার ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়েলজিক্যালস এই নমুনাগুলি পরীক্ষা করে। পরীক্ষা করার আগে গোটা দেশের ৬৫৪টি জেলা থেকে ওষুধের নমুনা সংগ্রহ করা হয়। জাল ও মান বিহীন ওষুধ নিয়ে সাধরাণ মানুষকে সচেতন করার জন্য একটি ট্রেনিংয়ের আয়োজনও করেছে স্বাস্থ্যমন্ত্রক। :আমাদের সময় ডটকম

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।