শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আইএফসির এশিয়ার নতুন ভাইস প্রেসিডেন্ট রিকার্ডো পুলিতি


Published: 2023-02-02 03:08:57 BdST, Updated: 2024-04-27 01:07:14 BdST


নিজস্ব প্রতিবেদক : এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশ্বব্যাংকের বিনিয়োগ সংস্থা আইএফসির নতুন আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রিকার্ডো পুলিতিকে। এসব অঞ্চলের অর্থনৈতিক মন্দা দূর করাসহ একাধিক সংকট মোকাবিলা করাই তার অন্যতম লক্ষ্য। বুধবার (১ ফেব্রুয়ারি) আইএফসি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, একাধিক সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রতিক্রিয়া দূর করতে কাজ করবে পুলিতি। বেসরকারি খাতের উন্নয়নে উৎসাহিত করতে, সবুজ, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পুনরুদ্ধারের জন্য কার্যকর বিষয়গুলো তিনি চিহ্নিত করবেন। এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কোভিড-১৯ এর আঘাত, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং খাদ্য ও শক্তির উচ্চ মূল্যসহ বৈশ্বিক আর্থিক সংকটে ভুগছে। এছাড়াও, বিশ্বব্যাংকের সাম্প্রতিক গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস রিপোর্ট অনুযায়ী, দুর্বল বৈশ্বিক প্রবৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এই অঞ্চলকে সংকটে ফেলেছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নতুন ভাইস প্রেসিডেন্ট বেসরকারি খাতের বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

পুলিতি বলেন, এই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি বৃদ্ধিসহ আরও বেসরকারি বিনিয়োগের জরুরি প্রয়োজন। নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে এবং উৎসাহিত করার জন্য সঠিক নীতির প্রয়োজন। এই অঞ্চলের দেশগুলো তাদের বৃহৎ অপূরণীয় বিনিয়োগের চাহিদা মেটাতে সাহায্য করার জন্য বেসরকারি খাতে অর্থায়ন করতে পারে। বাস্তবতা হলো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতিতে বিনিয়োগ বৃদ্ধির অপার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলকে ঘুরে দাঁড়াতে হবে। জলবায়ু সহনশীল সবুজ উন্নয়ন জরুরি। এই অঞ্চলের জনগণের জন্য ডিজিটাল অবকাঠামো সরবরাহ করতে হবে। একজন ইতালীয় নাগরিক পুলিতি সম্প্রতি বিশ্বব্যাংকের অবকাঠামোবিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, উন্নয়নশীল ও উদীয়মান বাজারে কার্যকর অবকাঠামো গড়ে তোলার জন্য বিশ্বব্যাংকের ব্যাংকের বিশ্বব্যাপী প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছেন তিনি। এর আগে পুলিতি আফ্রিকার আঞ্চলিক পরিচালক ছিলেন। তার আগে আইএফসির গ্লোবাল ডিরেক্টর, এনার্জি অ্যান্ড এক্সট্র্যাক্টিভস হিসাবে কাজ করেছেন। বিশ্বব্যাংক গ্রুপে যোগদানের আগে পুলিতি ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।